'আমরাও শেষ দেখে ছাড়ব' সুদীপ্ত সেনের চিঠি নিয়ে খোঁচা কুণালের, শুভেন্দুকে গ্রেফতারের দাবী
অভিষেককে সিবিআই তলব। ফের সিবিআই-ইডি নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। ‘কুন্তলের চিঠির কারনে যদি অভিষেককে জেরা করতে হয়, তাহলে সারদা কর্তা সুদীপ্ত সেনের লেখা চিঠির ভিত্তিতে শুভেন্দুকে জেরা করা হোক।’
অভিষেককে সিবিআই তলব। ফের সিবিআই-ইডি নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। 'কুন্তলের চিঠির কারনে যদি অভিষেককে জেরা করতে হয়, তাহলে সারদা কর্তা সুদীপ্ত সেনের লেখা চিঠির ভিত্তিতে শুভেন্দুকে জেরা করা হোক। এজেন্সি মনে করলে আমায় ডাকতে পারে। আমি সব তথ্য জানি, সব বলব।'