সংক্ষিপ্ত
Mamata Banerjee News: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে এবার আরও কড়া অবস্থান নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে শাসকদল। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
Mamata Banerjee News: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে এবার আরও কড়া অবস্থান নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে শাসকদল। সেই আন্দোলনের রূপরেখা স্থির করতেই আগামী ১৬ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ও মোয়াজ্জেমদের সঙ্গে বিশেষ বৈঠক করতে চলেছেন।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ওইদিন ধর্মীয় নেতাদের সঙ্গে মুখোমুখি আলোচনা করবেন মুখ্যমন্ত্রী, তুলে ধরবেন দলের অবস্থান ও আপত্তির কারণ। কেন্দ্রীয় সরকারের আনীত ওয়াকফ সংশোধনী বিলকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর 'অন্যায় হস্তক্ষেপ' বলে মনে করছে তৃণমূল। সেই বক্তব্যই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করবেন বলে খবর।
বৈঠকে মমতা ছাড়াও উপস্থিত থাকবেন তৃণমূলের সংখ্যালঘু সেল ও রাজ্য নেতৃত্বের একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। ওই বৈঠকের পরে আগামী দিনে আন্দোলনের রূপরেখা স্পষ্ট করা হবে বলেই দলীয় সূত্রের দাবি।
উল্লেখ্য, ওয়াকফ বোর্ড সংক্রান্ত সংশোধনী বিল নিয়ে ইতিমধ্যেই সংসদে বিরোধিতা করেছে তৃণমূল। এবার জনপরিসরেও সেই প্রতিবাদকে আরও জোরদার করে তুলতে চাইছে দল। রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এই ধরনের জনসংযোগমূলক বৈঠক এবং আন্দোলন দলকে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে আরও সক্রিয় করতে পারে।
জানা গিয়েছে, ইসলাম ধর্মে আল্লার নামে দান করা সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে। অর্থমূল্যের বিচারে কিংবা মোট সম্পত্তির বিচারে এদেশে রেল ও প্রতিরক্ষার পরেই সবচেয়ে বেশি সম্পত্তি আছে ওয়াকফের। দেশজুড়ে ওয়াকফ সম্পত্তি নিয়ে আছে গুচ্ছ গুচ্ছ দুর্নীতির অভিযোগ। দুর্নীতি সামাল দিতে ১৯৯৫ সালে ওয়াকফ আইনে সংশোধনী আনা হয়েছিল। তবুও দেশজুড়ে উঠেছে ওয়াকফে দুর্নীতির অভিযোগ।
এ রাজ্যে যখন বাম শাসন তখনও ওয়াকফ সম্পত্তি নিয়ে উঠেছিল বিস্তর দুর্নীতির অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গে ওয়াকফ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন। ওয়াকফ আইনের সূত্র ধরে সিবিআই নবান্নকে জানিয়েছিল, আইন অনুযায়ী তারা তদন্তে অপারগ। তৃণমূল শাসনেও ওয়াকফ সম্পত্তি নিয়ে বহু দুর্নীতির অভিযোগ উঠেছে। দেশজুড়ে ওয়াকফ দুর্নীতির অভিযোগই মোদি সরকারের হাতিয়ার। কেন্দ্রের দাবি, ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি রোধ করতে, বিচারাধীন মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করতে ওয়াকফ আইনের সংশোধনী আনতে চাই মোদী সরকার।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।