- Home
- West Bengal
- Kolkata
- Lakshmir Bhandar: নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডারে ডবল টাকা বাড়ানোর সিদ্ধান্ত? নয়া আপডেট
Lakshmir Bhandar: নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডারে ডবল টাকা বাড়ানোর সিদ্ধান্ত? নয়া আপডেট
নতুন বছরে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? মনে করা হচ্ছে এই ভাতার পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ হতে পারে। সেক্ষেত্রে নতুন বছরেই হয়ত ঘোষণা করা হতে পারে এই বিষয়ে বলে সূত্রের খবর। তাহলে কত করে পাবেন রাজ্যের মহিলারা।

রাজ্যের জনপ্রিয় সামাজিক প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মনে করা হচ্ছে এই ভাতার পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হতে পারে। সেক্ষেত্রে নতুন বছরেই হয়ত ঘোষণা করা হতে পারে এই বিষয়ে বলে সূত্রের খবর। জেনে নিন কত করে পাবেন রাজ্যের মহিলারা।
বর্তমানে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় ভাতা পেয়ে থাকেন। সাধারণ (General) জাতিভুক্ত মহিলারা মাসে ১০০০ টাকা ও তপশিলি (SC/ST) জাতির মহিলারা ১২০০ টাকা করে পান। এই অনুদান তাঁদের দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি এনে দেয়।
রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠনের পর থেকেই একাধিক জনমুখী প্রকল্প চালু হয়েছে। কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যুবশ্রী— প্রতিটি প্রকল্পে রাজ্যের বহু মানুষ উপকৃত হয়েছেন। তবে লক্ষ্মীর ভাণ্ডার সবচেয়ে জনপ্রিয় ও ব্যাপক প্রভাব বিস্তারকারী প্রকল্পগুলির একটি।
এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় এক কোটিরও বেশি মহিলা সরাসরি উপকৃত হয়ে থাকেন। তাই এই ভাতা বৃদ্ধি হলে মহিলাদের আর্থিক স্বচ্ছলতায় আরও জোর দেবে বলেই মনে করা হচ্ছে।
তবে প্রশ্ন হল, এই ভাতা বৃদ্ধি আদৌ হবে কি? সরকার কবে এই ঘোষণা করবে? এই নিয়ে জল্পনা চললেও, রাজ্য সরকারের তরফে এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা হয়নি।
তবে মহিলাদের একাংশ আশাবাদী, আগামী মাস থেকেই ভাতা বৃদ্ধির ঘোষণা আসবে এবং সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বাড়তি টাকা। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ও বিভিন্ন মহিলা সংগঠনের তরফে দাবি করা হচ্ছে, নতুন বছর অর্থাৎ ২০২৬ সাল থেকে এই ভাতা বৃদ্ধি পাবে।
সম্ভাব্য হারে, সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন মাসে ১৫০০ টাকা ও তপশিলি জাতির মহিলারা পাবেন ১৮০০ টাকা করে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ জাতির মহিলারা মাসে ১০০০ টাকা ও তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা পান।
কবে থেকে ভাতা বৃদ্ধি হতে পারে বলে জল্পনা চলছে?
সোশ্যাল মিডিয়া সূত্রে জানা যাচ্ছে, ২০২৬ থেকেই ভাতা বাড়তে পারে। সরকারিভাবে এখনও কোনও ঘোষণা এই বিষয়ে করা হয়নি। জল্পনা নতুন বছরেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে কোনও সুখবর দিতে পারেন মমতা।

