ধর্নামঞ্চে রাত কাটিয়ে সকালে গাইলেন গান, পড়লেন কাগজ, ধর্নায় দ্বিতীয় দিনে মমতা
সকালে ধর্না মঞ্চে গানে গলা মেলালেন মমতা। ধর্না মঞ্চে বসেই 'এবার তোর মরা গাঙে বান এসেছে,' 'ধনধান্য পুষ্প ভরা' 'জীবনেরই জয়গান গাও' গান শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। গতকাল এই মঞ্চ থেকেই কেন্দ্র-বিরোধিতার সুর চড়িয়েছেন মমতা।
সকালে ধর্না মঞ্চে গানে গলা মেলালেন মমতা। ধর্না মঞ্চে বসেই 'এবার তোর মরা গাঙে বান এসেছে,' 'ধনধান্য পুষ্প ভরা' 'জীবনেরই জয়গান গাও' গান শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। গতকাল এই মঞ্চ থেকেই কেন্দ্র-বিরোধিতার সুর চড়িয়েছেন মমতা। কখনও নন্দলাল বলে কটাক্ষ, কখনও ওয়াশিং মেশিন দেখিয়ে বিজেপিকে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডিএ আন্দোলনকারীদের বাম আমলে চিরকুটে চাকরি পাওয়া চোর-ডাকাত বলে আক্রমণ করেছিলেন।