সংক্ষিপ্ত

প্রায় তিন বছর পর কালীঘাট মন্দিরে স্কাইওয়াকের কাজ শেষ হয়েছে। দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই স্কাইওয়াকে লিফট সহ নানা আধুনিক সুবিধা থাকছে। উদ্বোধন হবে অক্টোবরের শেষের দিকে।

প্রায় তিন বছরের মাথায় সেই কাজ শেষ হলো। স্কাই ওয়াক ঢোকা ও বের হওয়ার মুখে মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে নকশা করা হচ্ছে। পাঁচটি চূড়া থাকছে এই স্কাই ওয়াকে। দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের আদলেই লিফট থেকে শুরু করে বৈদ্যুতিন সিরি সব ব্যবস্থাই থাকছে। ৪৫০ মিটার দীর্ঘ এই স্কাই ওয়াক। শুরু এস পি মুখার্জি রোড থেকে কালী মন্দিরের কাছে কালী টেম্পল রোডে শেষ। সব মিলিয়ে পাঁচ জায়গায় যাতায়াতের পথ করা হয়েছে।

কর্পোরেশন সূত্রে খবর অনুসারে, কাজ প্রায় শেষের মুখে এলেও উদ্বোধন থমকে ছিল আর জি কর কাণ্ডের জেরে। উদ্বোধন হওয়ার কথা ছিল আগস্ট মাসেই। তবে আর জি কর কাণ্ডে রাজ্য রাজনীতি তোলপাড় হওয়াতে সেই আবহে এমন কর্মকান্ডের উদ্বোধন থেকে সাময়িক বিরত থাকছে চেয়েছে প্রশাসন। তবে চলতি মাসেই শেষমেষ উদ্বোধন হচ্ছে। ২৬ অক্টোবর সমস্ত কাজ শেষ হয়ে যাবে। তারপরেই কলকাতা কর্পোরেশনের পৌর কমিশনার একটি প্রতিনিধি দল নিয়ে গোটা বিষয় পরিদর্শন করে দেখবেন।

দীর্ঘ টালবাহানার জেরে স্কাই ওয়াকের কাজে ব্যাপক দেরি হয়।

স্কাই ওয়াক কর্পোরেশনের তরফে তদারকির অন্যতম ব্যক্তি মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার জানিয়েছেন, কাজ শেষ স্কাই ওয়াকের। ভাল দিন দেখে মুখ্যমন্ত্রীর সুবিধা অনুসারে উদ্বোধন হবে। ইতিমধ্যেই মন্দির সংস্কারের কাজ শেষ। ২০২১ এই অক্টোবর মাসেই দক্ষিণেশ্বর মতো স্কাই ওয়াক কাজে হাত দিয়েছে পৌর প্রশাসন। তবে এই স্কাই ওয়াক তৈরি যাত্রাপথ এতটাও সুগম ছিল না। বারে বারে থেকেছে কাজ ধার্য সময় কাজ শেষ করতে বারে বারে ব্যর্থ হয়ে। এর জেরে মুখ্যমন্ত্রী নিজেও উসমা প্রকাশ করেন। তৈরি হয় উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি। সময় নস্ট হওয়ার জেরে ৭৭ কোটি খরচ বেড়ে ৯০ কোটির বেশি দাঁড়ায়।