রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, অবসরের বয়স হবে ৬৫? বিশেষ ঘোষণা মমতা সরকারের
- FB
- TW
- Linkdin
ডিএ কিংবা এসএসি দুই নিয়ে বারে বারে খবরে আসে মমতা সরকার। এবার এই দুই খবরের মাঝে প্রকাশ্যে নয়া তথ্য।
শোনা যাচ্ছে, সরকারি কর্মীদের অবসরের বয়স বেড়ে হবে ৬৫। সদ্য এই নিয়ে বিশেষ ঘোষণা করল মমতা সরকার।
কদিন ধরেই শোনা যাচ্ছে, রাজ্যের শিক্ষকদের অবসরের বয়স বাড়বে পাঁচ বছক। এই খবর নিয়ে শুরু হয়েছে হইচই।
সদ্য শিক্ষকদের অবসরের বয়স নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী জানালেন সত্যিই অবসরের বয়স পরিবর্তন হচ্ছে কি না।
তিনি স্পষ্ট করে বলেন, আগে শিক্ষকদের অসবরের বয়স যা ছিল, সেটাই থাকছে। রাজ্য সরকারের শিক্ষকদের অবসরের বয়স বাড়ছে না।
তিনি বলেন, কয়েকটি সমাজমাধ্যমে একটি খবর প্রচারিত হয়েছে যে, রাজ্য সরকার শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদটি সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর।
কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই খবর। দাবি করা হচ্ছে মমতা সরকার বয়স বাড়াচ্ছেন অবসরের।
এবার থেকে অবসরের বয়স ৬০ থেকে বেড়ে হবে ৬৫। এই খবর চাওড় হতেই সর্বত্র দেখা যায় খুশীর খবর।
তবে এই নিয়ে স্পষ্ট জানানো হল সরকারের পক্ষ থেকে।
আপাতত বাড়ছে না অবসরের বয়স। মমতা সরকারের পক্ষ থেকে এমনই জানালেন ব্রাত্য বসু।