- Home
- West Bengal
- Kolkata
- রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট খবর, নয়া নির্দেশিকা জারি করল অর্থ মন্ত্রক, এই কাজ করলে চলে যেতে পারে চাকরি
রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট খবর, নয়া নির্দেশিকা জারি করল অর্থ মন্ত্রক, এই কাজ করলে চলে যেতে পারে চাকরি
অর্থ মন্ত্রক সরকারি কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে, অফিসের ডিভাইসে AI টুলস ব্যবহারে সতর্ক করে। ChatGPT, DeepSeek-এর মতো AI অ্যাপ ব্যবহার গোপন তথ্যের জন্য বিপজ্জনক হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

রাজ্য সরকারি কর্মীদের কত শতাংশ ডিএ বৃদ্ধি পাবে তা নিয়ে জল্পনার অন্ত নেই। এখনও মেলেনি নিশ্চিত খবর।
এরই মাঝে কর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল অর্থ মন্ত্রক। এক প্রকার তাদের সতর্ক করা হল।
অফিসের কম্পিউটার অথবা ল্যাপটপে তথা অফিস ডিভাইসে এআই অ্যাপ বা টুলস ব্যবহার নিয়ে প্রকাশ্যে এল নয়া নির্দেশিকা।
নির্দেশিকা অনুযায়ী, অফিসের কম্পিউটার এবং ডিভাইসে chatGPT, DeepSeek-র মতো AI টুল ও AI অ্যাপের ব্যবহার ভারত সরকারের গোপন নথি ও তথ্যের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে।
নির্দেশিকায় বলে হয়েছে, সেই কারণে সরকারি কম্পিউটার, ল্যাপটপ ও ডিভাইসে এই ধরনের অ্যাপ ও টুলের ব্য়বহার কঠোর ভাবে এড়ানো উচিত।
গত ২৯ জানুয়ারি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে সরকারি কর্মীদের উদ্দেশে এই নির্দেশিকা জারি করা হয়েছে। কর্মীদের সতর্ক করা হয়েছে।
বর্তমানে এআই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা হু হু করে বাড়ছে। এদেশে একাধিক বিদেশি এআই অ্যাপ ব্যবহার করা হয়। অনেকে নিজেদের কাজ সহজ করতে এগুলো ব্যবহার করে থাকে।
অফিসের কম্পিউটার এবং ল্যাপটপে তথা অফিস ডিভাইসে এআই অ্যাপ বা টুলস ব্যবহার করা নিয়ে সতর্ক করা হল।
নির্দেশ অনুসারে, অফিসের কম্পিউটার এবং ডিভাইসে ChatGPT, DeepSeek-র মতো এআই টুল বা এআই অ্যাপের ব্যবহার ভারত সরকারের গোপন নথি ও তথ্যের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে।
তাই এগুলো এড়িয়ে চলার নির্দেশ দিল কর্মীদের।