শিল্পী শুভাপ্রসন্নকে কুকুরের সঙ্গে তুলনা বিধায়ক মদন মিত্রের, শুরু রাজনৈতিক বিতর্ক

শিল্পী শুভাপ্রসন্নকে এবার কুকুরের সঙ্গে তুলনা করলেন মদন মিত্র। কুকুরের ঘেউ ঘেউতে যেমন মানুষের কোনও জবাব দিতে নেই, তেমনই তিনিও শুভাপ্রসন্নর কথার কোনও জবাব দিতে চান না।

/ Updated: May 11 2023, 08:35 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শুভাপ্রসন্ন দাবি করেছেন ২০০৬ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ চিনেছেন তাঁর দৌলতে। এই দাবি পালটা মদন মিত্র বলেন শুভাপ্রসন্ন যথেষ্ট বয়স্ক ও সম্মানীয়। তাই প্রথম বার তাঁর এই কথার কোনও জবাব তিনি দিলেন না, কিন্তু পরের বার এরকম কথা শুনলে তিনি বিষ খেয়ে নেবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় হয়েছেন, নিজের জোরে। সেখানে শুভাপ্রসন্নর এই দাবি অমূলক।

পাশাপাশি শুভাপ্রসন্নকে এবার কুকুরের সঙ্গে তুলনা করলেন মদন মিত্র। তাঁর কটাক্ষ এই গরমে যে কেউ অসুস্থ হয়ে পড়ছেন। শুভাপ্রসন্নও তার ব্যতিক্রম নন। তবে কুকুরের ঘেউ ঘেউতে যেমন মানুষের কোনও জবাব দিতে নেই, তেমনই তিনিও শুভাপ্রসন্নর কথার কোনও জবাব দিতে চান না।

Read more Articles on