Sujit Basu on ED: সুজিত বসুর রেস্তোরাঁতেও গিয়েছিল ইডির প্রতিনিধি। এই প্রসঙ্গে সুজিত বসু বলেন, 'এরা প্রত্যেক বারই ভোট এলে এটা করে থাকে। বিশেষ করে যারা বিরোধী দলের সঙ্গে যুক্ত তাদের বাড়ি অফিস সব জায়গায় যায়। 

ভোট এলেই ইডি আসে। দুর্নীতির কোনও প্রামাণ পায় না। শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রীতিমত নিশানা করেন রাজ্যের দমকল মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু। সল্টলেকের তাঁর দফতর আর রেস্তোরাঁয় ইডি শুক্রবার ভোররাত থেকেই পুরোসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডে তথ্যের সন্ধানে তল্লাশি চালিয়েছিল। তেমনই বলছে ইডির একটি সূত্র। বেলার দিয়ে সুজিত বসু সাংবাদিকদের মুখোমুখি হন। সেই সময়ই তিনি বলেন, ভোটের আগে বিরোধী নেতাদের রাজনৈতিকভাবে আক্রমণের চেষ্টা ছা়ড়া এটা আর কিছুই নয়।

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকেই কলকাতার অন্তত ১০টি স্থানে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তালিকায় রয়েছে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসুর অফিসও। ইডি সূত্রের খবর নাগেরবাজার এলাকার এক কাউন্সিলরের বাড়িতেও তল্লাশি চালান হচ্ছে। ঠনঠনিয়ার একটি বাড়িতে গিয়েছিলেন তদন্তকারীরা। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা ছাড়াও ব্যাঙ্ক প্রতারণার একটি মামলায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।

সল্টলেক সেক্টর ওয়ানে একটি ভবনেও কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা পৌঁছে গিয়েছে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ওই ভবনেই রয়েছে সুজিত বসুর দফতর। সুজিত বসুর রেস্তোরাঁতেও গিয়েছিল ইডির প্রতিনিধি। এই প্রসঙ্গে সুজিত বসু বলেন, 'এরা প্রত্যেক বারই ভোট এলে এটা করে থাকে। বিশেষ করে যারা বিরোধী দলের সঙ্গে যুক্ত তাদের বাড়ি অফিস সব জায়গায় যায়। আমার রেস্তোরাঁতেও গিয়েছে. এটা নতুন নয়। এর আগেও রেড করা হয়েছে। কিছু তো পায়নি। আসলে ভোটের আগে চাপ তৈরি করতে এটা করা হচ্ছে।'

সুজিতের দফতরের পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান তথা কাউন্সিলর নিতাই দত্তর বাড়িতেও তল্লাশি চালায় ইডি। তিনি এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা। নিতাই সুজিত ঘনিষ্ট বলেই পরিচিত। সুজিত বসু এই প্রসঙ্গে বলেন, 'ওঁরা নিতাইয়ের বাড়িতে গিয়েছিল। কিছু পায়নি। তার পরেও আসে। এখানে তো ওদের কোনও লোকজন নেই। এটা টার্গেট করে করছে। রাজনৈতিক ভাবে আক্রমণ করা হচ্ছে।' সুজিত আরও বলেন, 'ওদের কাজ ওরা করুক। আমাদের কাজ আমরা করব। দুর্নীতি নিয়ে অনেক কিছু বলছে। প্রমাণ থাকতে হবে তো! এখানকার মানুষ সব জানে। মানুষই আমার সার্টিফিকেট।' সুজিত বসুর কথায় এটা প্রতিহিংসার রাজনীতি হচ্ছে। তবে তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে মানুষ রয়েছে।