'সংবিধানেও ইন্ডিয়া নামটাই লেখা আছে, এখন ভারত করার অর্থ কি!' বিস্ফোরক ফিরহাদ হাকিম

'ইন্ডিয়া' জোটকে ভয় পেয়েছে প্রধানমন্ত্রী মোদি। স্বাভাবিকভাবেই আমরা ভারত ও ইন্ডিয়া দুটোই ব্যবহার করি। সংবিধানেও ইন্ডিয়া নামটাই লেখা আছে। নীরব মোদী ও নরেন্দ্র মোদী এক এটাতো কখনও হয় না। 'ইন্ডিয়া' জোট আর দেশের নাম ইন্ডিয়া এক হয় না'

/ Updated: Sep 09 2023, 05:35 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'ইন্ডিয়া' জোটকে ভয় পেয়েছে প্রধানমন্ত্রী মোদি। স্বাভাবিকভাবেই আমরা ভারত ও ইন্ডিয়া দুটোই ব্যবহার করি। সংবিধানেও ইন্ডিয়া নামটাই লেখা আছে। নীরব মোদী ও নরেন্দ্র মোদী এক এটাতো কখনও হয় না। 'ইন্ডিয়া' জোট আর দেশের নাম ইন্ডিয়া এক হয় না। দেশের নাম ইন্ডিয়া বদলে 'ভারত' করে দেব এর অর্থ কি। এখন সবাই বলবে 'ভারত' নেতা নমস্কার। গোটা ব্যাপারটাকে হাসির খোরাক বানিয়ে দিয়েছে এরা। ইন্ডিয়া-ভারত ইস্যুতে বিস্ফোরক মন্তব্য ফিরহাদ হাকিম।