'নেতাজিকে যথাযথ মর্যাদা দেননি' নেতাজির জন্মদিনে কাদের কথা বললেন শুভেন্দু
আজ নেতাজির ১২৭ তম জন্মবার্ষিকী। নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী। কলকাতায় রেড রোডে নেতাজি মূর্তিতে মাল্যদান করলেন শুভেন্দু অধিকারী। ‘ভারতীয় ও বাঙালি হিসেবে গর্বিত। স্বাধীনতার মূল স্থপতি নেতাজি ছিলেন।’
আজ নেতাজির ১২৭ তম জন্মবার্ষিকী। নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী। কলকাতায় রেড রোডে নেতাজি মূর্তিতে মাল্যদান করলেন শুভেন্দু অধিকারী। 'ভারতীয় ও বাঙালি হিসেবে গর্বিত। স্বাধীনতার মূল স্থপতি নেতাজি ছিলেন। পরবর্তীতে সরকারের যারা যারা এসেছিলেন তারা নেতাজিকে মর্যাদা দেননি। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে নেতাজিকে দেশ মর্যাদা দান করছে। রাজ্য সরকারের ১২ টার পরে ঘুম ভাঙে। রাজ্য সরকার ঘুমায় । এখনও সবাই ঘুমাচ্ছে।' রেড রোডে বললেন শুভেন্দু অধিকারী।
Read more Articles on