তিনি বলেন "আমি ওনাকেও বলেছিলাম, ওঁর নামে যদি কিছু করতে চান, করে দেব। আমরা ১০ লক্ষ টাকা তো দিতেই পারি। তবে তাঁর মা বলেছেন, আগে মেয়ের বিচার হোক, তারপর দেব। যারা কম্পেনসেশনের কথা বলছেন, তাদের জানিয়ে রাখি আমরা আগেই বলেছি।"
মধ্যরাতে রণক্ষেত্র আর জি কর, পরিস্থিতির জন্য মিডিয়াকেই দুষলেন পুলিশ কমিশনার। সাংবাদিকদের মুখোমুখি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। 'গুজব রটানো হচ্ছে, কলকাতা পুলিশের প্রতি আস্থা কমিয়ে দিচ্ছে'।
স্বাধীনতা দিবসে মধ্যরাতে রণক্ষেত্র আর জি কর। মাঝরাতে আর জি কর হাসপাতালে তাণ্ডব। আচমকা বহিরাগতদের তাণ্ডবে পিছু হটে পুলিশ। আর জি কর হাসপাতাল চত্বর যেন যুদ্ধক্ষেত্র। মারধোর, ভাঙচুরের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে।
এই ঘটনায় এবার সম্ভাব্য অভিযুক্তদের ছবি প্রকাশ করল কলকাতা পুলিশ। ওই অশান্তির ঘটনার ২৬টি ছবি প্রকাশ করা হয়েছে। তাতে বেশ কয়েক জন পুরুষ ও মহিলাকে লাল গোল দাগে চিহ্নিত করে তাঁদের সন্ধান চেয়েছে পুলিশ।
পরিস্থিতি সামাল দিতে আরজি করে এসেছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আর এসেই ফাঁদলেন নয়া তত্ত্ব! আরজি করের হামলা নাকি মিডিয়ার দোষে হয়েছে!
রাত দখলের রাতে আরজিকরে ভয়াবহ তাণ্ডব! গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা বহিরাগতদের, শেষমেশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল ফাটাল পুলিশ
আন্দোলনের মধ্যেই অশান্ত আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ভাঙচুর ইমার্জেন্সিতেও।
আর জি কর (RG Kar) কাণ্ডে যেন ক্রমশই ঘনাচ্ছে রহস্য। ক্লাস না থেকেও সেই সেমিনার হল রাতে খুলেছিল কে? প্রশ্ন উঠছে, কার দায়িত্বে থাকত সেই অভিশপ্ত সেমিনার হলের চাবি?
উত্তাল গোটা রাজ্য, স্তম্ভিত সমগ্র দেশ। আর জি করকাণ্ডের প্রতিবাদে বুধবার, অর্থাৎ ১৪ অগাস্ট সারারাতব্যাপী অবস্থানে বসছেন প্রমীলা বাহিনী। যে কর্মসূচির নাম দেওয়া হয়েছে “মেয়েরা রাত দখল করো।” আর এই প্রসঙ্গেই এবার জরুরি বৈঠক বসল নবান্নতে।