সিপিএমের পর বিজেপি কর্মীদের মারধর ও গাড়ি ভাঙচুর নানুরে, অভিযোগের তির তূনমূলের বিরুদ্ধে

মনোনয়ন পত্র জমা নিয়ে আগেই সিপিআইএম কর্মীদের মারধরের ঘটনা ঘটেছিল। এবার বিজেপি কর্মীদের মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনা বীরভূমের নানুরে, অভিযোগের তির তূনমূলের বিরুদ্ধে ।

/ Updated: Jun 16 2023, 02:06 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দিতে আসছিল বিজেপি । সেই সময় গাড়ি আটকে তূনমূল অফিসের সামনে তাদের মারধর করে তূনমূল, বলে অভিযোগ । ভাঙচুর করা হয় গাড়িও। বিজেপি কর্মীরা লিখিত অভিযোগ দায়ের করে নানুর থানায় । প্রসঙ্গত নানুরে সিপিআইএম কর্মীদের মারধরের ঘটনা ঘটেছিল । তখনও অভিযোগের তির তূনমূলের বিরুদ্ধেই ছিল ।