'আপনারা আমাদের পঞ্চায়েত দিন' নেতাজি'র স্টাইলে মদনের বার্তা, খোঁচা রাজ্যপালকে!

‘বিজেপি, কংগ্রেস, সিপিএমের শয়তান গুলোকে নিমন্ত্রণ করে খাওয়ান রাজ্যপাল। রাজভবনে জায়গা কম হলে জোড়াসাঁকো নিন। বড় শান্তির জায়গা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এখান থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর শান্তির পক্ষে বার্তা দিয়েছিলেন।’

/ Updated: Jun 18 2023, 07:00 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'বিজেপি, কংগ্রেস, সিপিএমের শয়তান গুলোকে নিমন্ত্রণ করে খাওয়ান রাজ্যপাল। রাজভবনে জায়গা কম হলে জোড়াসাঁকো নিন। বড় শান্তির জায়গা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এখান থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর শান্তির পক্ষে বার্তা দিয়েছিলেন। এখানে আপনি পিস হাউস করে বার্তা দিন। একটি শিশু আমায় জিজ্ঞেস করছে এটা কার বাড়ি? আমি বললাম রাজ্যপাল, ও বলল রাজ্যপাল না হরিদাস পাল। বাচ্চারা রাজ্যপালকে হরিদাস পাল বললে, আমি কি করব। আপনারা আমাদের পঞ্চায়েত দিন, কথা দিচ্ছি কলকাতায় বসে কেন্দ্রীয় মন্ত্রীসভা তৈরি হবে।' ফের রাজ্যপালকে আক্রমণে মদন মিত্র।