ডেঙ্গি রোধে পুরনিগমের বৈঠক, দেখুন কি বললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম
আমরা হাজার বার চেষ্টা করলেও ডেঙ্গি কে জয় করতে পারব না, যদি সাধারণ মানুষ না এগিয়ে আসেন । ডেঙ্গি মিটিং এ জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ।
বুধবার ডেঙ্গি নিয়ে পুরনিগমের বৈঠক হয় । কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মিটিং এর পর সাংবাদিক সম্মেলনে বসেন । তিনি জানান পৃথিবী জুড়ে উষ্ণতার জন্য ডেঙ্গু একটা ভায়াবাহু আকার নিয়েছে । আমরা হাজার চেষ্টা করি ডেঙ্গি কে জয় করতে পারব না যদি সাধারণ মানুষ না এগিয়ে আসে বললেন তিনি । পাশাপাশি বললেন রাজ্য, কেন্দ্র সহ সবাই কে আসতে হবে ডেঙ্গি রোধে ।