সংক্ষিপ্ত

মুদি দোকানেও থাকবে ওষুধ! বড় নিয়ম আনতে চলেছে কেন্দ্র। ভোটের পরে ওষুধ নিয়ে বড়সড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।

মুদি দোকানেও থাকবে ওষুধ! বড় নিয়ম আনতে চলেছে কেন্দ্র। ভোটের পরে ওষুধ নিয়ে বড়সড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।

তবে সব ধরনের ওষুধ নয়। মুদজি দোকানে পাওয়া যাবে পেট খারার, জ্বর, মাথাব্যথা, প্রেসার, সুগার, ছোটখাটো চোট-আঘাত এবং হার্টের অসুখের কিছু প্রাথমিক ওষুধ।

সূত্র মারফত জানা গিয়েছে,ওভার দ্য কাউন্টার বা ওটিসি নীতি ওষুধের ক্ষেত্রে কার্যকর করতে চলেছে সরকার। মূলত গ্রামীণ ভারতের কথা বিবেচনায় রেখে এই নীতি কার্যকরের ভাবনাচিন্তা করা হয়েছে। এ জন্য কেন্দ্রের চিকিৎসা অধিকর্তার নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক।

গ্রামের বহু মানুষ ওষুধের অভাবে সমস্যায় পড়েন। যেমন হার্টের ব্যথা উঠলে সরবিট্রেট জরুরু ওষুধ। প্রেসার, সুগার, কোলেস্টেরলের ওষুধ প্রতিদিন খেতে হয়। সেগুলো ওষুধের দোকান ছাড়া পাওয়া যায় না। এদিকে গ্রামগঞ্জে ওষুধের দোকান দূরে হওয়ায় সমস্যায় ভুগতে হয় সাধারণ মানুষকে। তাই এবার থেকে কিছু প্রয়োজনীয় ওষুধ মুদি দোকানে রাখার চিন্তা ভাবনা রেখেছে কেন্দ্র।

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ‘জনঔষধি’ নামে কম দামে ওষুধ বিক্রির কাউন্টার খুলেছে শহর, মফস্বল এলাকায়। এবার মুদি দোকানে কিছু প্রয়োজনীয় ওষুধ থাকলে ব্যাপক উপকৃত হবেন সাধারণ মানুষ।