সংক্ষিপ্ত

পেট্রল-ডিজেলের দাম কমার পথে কাঁটা টাকার দাম। অপর দিকে বাধা হয়ে দাঁড়াতে পারে অশোধিত তেলের দামও। এই দুই ক্ষেত্রে কোনও বড় পরিবর্তনের ক্ষেত্রেই ফের একবার অপরিবর্তিত থাকতে পারে জ্বালানির দাম।

অগ্নিমূল্য বাজারে স্বস্তির খবর, চলতি বছরেই কমতে পারে জ্বালানির দাম। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমায় লাভের মার্জিন বেরেছে পেট্রোলিয়াম কোম্পানিগুলির। যার ফলেই জ্বালানির দাম কমার সম্ভাবনা দেখছে বিশেষজ্ঞরা। সাধারণ মানুষের কথা ভেবেই কি তবে দাম কমাবে সরকার? একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পেট্রল-ডিজেলের লিটার প্রতি ২ টাকা দাম কমার সম্ভাবনা রয়েছে।

পেট্রল-ডিজেলের দাম কমার পথে কাঁটা টাকার দাম। অপর দিকে বাধা হয়ে দাঁড়াতে পারে অশোধিত তেলের দামও। এই দুই ক্ষেত্রে কোনও বড় পরিবর্তনের ক্ষেত্রেই ফের একবার অপরিবর্তিত থাকতে পারে জ্বালানির দাম। তা নাহলে শীঘ্রই কমবে পেট্রল-ডিজেলের দাম। বিশেষজ্ঞ মহল বলছে লিটার প্রতি ২ টাকা কম হতে পারে পেট্রল-ডিজেলের দাম।

এর আগে চলতি বছরের মে মাসে শেষ কলকাতা-সহ একাধিক শহরে কমেছিল কমেছিল পেট্রল-ডিজেলের দাম। গত মে মাসে কেন্দ্রীয় সরকার পেট্রল-ডিজেলের উপর শুল্ক কমানোর ফলে দাম কমেছিল জ্বালানির। পেট্রলে লিটার প্রতি 8টাকা ও ডিজেলে লিটার প্রতি 6টাকা কমেছিল।

আরও পড়ুন - 

পুজোর মরশুমে সোনায় সোহাগা,হু হু করে দাম কমছে সোনার, রূপোর দামে বড় চমক

টুইটার বোর্ডের সব পরিচালককে সরিয়ে সর্বেসর্বা ইলন মাস্ক, জেনে নিন কী পরিকল্পনা

এবছর রেকর্ড ক্ষতির সম্মুখীন বিশ্বের বিলিয়নিয়াররা। কিন্তু কেন ? জানুন