স্বাগত ১৪৩০, নববর্ষের সকালে রাজপথে বৈশাখী শোভাযাত্রা, বর্ষ বরণে মাতোয়ারা বঙ্গবাসী

নববর্ষের সকালে বৈশাখী শোভাযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রার সাক্ষী থাকল কলকাতা। প্রভাত ফেরির আয়োজন করল বৈশাখী উৎসব কমিটি। ১৫ এপ্রিল গড়িয়া মোড় থেকে বেরোয় প্রভাত ফেরি। নাকতলা পর্যন্ত চলে শোভাযাত্রা।

/ Updated: Apr 16 2023, 11:01 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নববর্ষের সকালে বৈশাখী শোভাযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রার সাক্ষী থাকল কলকাতা। প্রভাত ফেরির আয়োজন করল বৈশাখী উৎসব কমিটি। ১৫ এপ্রিল গড়িয়া মোড় থেকে বেরোয় প্রভাত ফেরি। নাকতলা পর্যন্ত চলে শোভাযাত্রা। গানের সুরে ছন্দে বর্ষবরণ করলেন শহরবাসী। শোভাযাত্রায় ছিল আঞ্চলিক মুখোশ , বাংলার পালকি , পটচিত্র দিয়ে সাজানো ছিল যাত্রাপথ , ঢাকের বাদ্যিতে মাতোয়ারা হয়েছিল সকলে। অংশ গ্রহণ করেছিল নাকতলা বয়েস স্কুল, শ্রীরামকৃষ্ণ আনন্দ আশ্রম,বলাকা সংস্কৃতি অঙ্গন, আলাপন, ছায়ানট কলকাতা , সুরসঙ্গম , পথিক প্রেমী, অক্ষরকথা, সপ্তবর্ণা , শ্রুতি প্রয়াস, রিদিমিক সৌল।