- Home
- West Bengal
- Kolkata
- রেহাই নেই বৃষ্টি থেকে, শীতের আমেজের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কোন কোন জেলা? কেমন থাকবে আজকের আবহাওয়া
রেহাই নেই বৃষ্টি থেকে, শীতের আমেজের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কোন কোন জেলা? কেমন থাকবে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে শীতের অনুভূতি। পার্বত্য জেলাগুলোতে তাপমাত্রা ক্রমশ হ্রাস পাচ্ছে। আবহাওয়া দফতর বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে, যার পরে তীব্র শীত পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়ার পারদ নিম্নমুখী। কলকাতার তাপমাত্র ১৭ ডিগ্রি সেলসিয়াসের নীচে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও শীত অনুভূত হচ্ছে।
পার্বত্য জেলাগুলোতে প্রতিদিন কমছে তাপমাত্রা। দার্জিলিং, কালিম্পং-সহ বেশ কিছু জেলায় তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে নীচে।
এদিকে রাজ্য জুড়ে শীতের আমেজ। এই শীতের আমেজের মধ্যেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। জেনে নিন কবে হবে বৃষ্টি।
আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আছে। তার পরই জাঁকিয়ে শীত পড়বে বলে জানা গিয়েছে।
আজ পার্বত্য অঞ্চলের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এর ফলে শীত বাড়বে কয়েকটি জেলায়।
পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ও ঝাড়গ্রাম-সহ সকল জেলাতে জাঁকিয়ে শীত পড়বে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় সপ্তাহান্তে হবে বৃষ্টি।
আগামী চার থেকে পাঁচ দিন আরও কমবে তাপমাত্রা। কলকাতা সহ সকল উপকূলবর্তী জেলায় কমবে তাপমাত্রার পারদ।
আগামী কদিন কলকাতা সহ সকল জেলাতে থাকবে কুয়াশার প্রভাব। আকাশ থাকবে আংশিক মেঘলা। আজও এমন মেঘলা আকাশ থাকতে পারে কলকাতায়।
দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ শীতের প্রভাবে একটু বেশ আছে। তবে হাড় কাঁপানো শীত এখনই পড়ছে না।
আজ কলকাতার ও দক্ষিণবঙ্গের বাকি রাজ্যে থাকবে শীতের আমেজ। তারমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।