সংক্ষিপ্ত

আর জি কর মেডিক্যাল কলেজের নৃশংস ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। আর জি করের ঘটনা নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘কোনও সভ্য সমাজ এভাবে কন্যা ও বোনেদের উপর নৃশংস অত্যাচার হতে দেয় না। এই ধরনের ঘটনা যথেষ্ট হয়েছে, আর সহ্য করা যাচ্ছে না। কলকাতায় যখন পড়ুয়া, চিকিৎসক, নাগরিকরা প্রতিবাদে সামিল হয়েছিলেন, তখন অন্য জায়গায় অপরাধীরা ঘুরঘুর করছিল। মহিলাদের উপর অত্যাচার বন্ধ করার জন্য সৎ, পক্ষপাতহীন আত্মসমীক্ষা দরকার।’ সারা দেশে সাধারণ মানুষ, চিকিৎসক-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিরা যখন প্রতিবাদে সামিল হয়েছেন, তখন রাষ্ট্রপতির মুখ খোলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

নির্ভয়ার ঘটনার কথা স্মরণ রাষ্ট্রপতির

২০১২ সালে দিল্লিতে নির্ভয়ার ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদ দেখা গিয়েছিল। ১২ বছর পর আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদেও সারা দেশের মানুষ সামিল হয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, ‘শোচনীয় মানসিকতা থেকেই মহিলাদের খাটো করে দেখা হয়। আমরা নৈতিকতা হারিয়ে ফেলেছি। এর ফলেই ২০১২ সালে নির্ভয়ার ঘটনার পর থেকে অসংখ্যা ধর্ষণের ঘটনার কথা ভুলে গিয়েছি। আমাদের দেশে মহিলাদের উপর অত্যাচারের যে ইতিহাস রয়েছে, তার বিরুদ্ধে সরাসরি লড়াই করতে হবে। বিকৃত মানসিকতাকে গোড়া থেকে নির্মূল করতে হবে। মহিলাদের প্রতি কী ধরনের আচরণ করা উচিত, সে বিষয়ে সমাজে ধারণা বদল করা দরকার। কীভাবে মেয়েদের প্রতি আচরণ করা উচিত, সে বিষয়ে নিজেদেরই কঠিন প্রশ্ন করা উচিত।’

আর জি করের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযান

মঙ্গলবার আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার বিচার চেয়ে নবান্ন অভিযানের ডাক দেয় 'ছাত্র সমাজ'। সমাজের বিভিন্ন অংশের মানুষ এই মিছিলে যোগ দেন। এরপর বুধবার বাংলা বনধের ডাক দেয় বিজেপি। এদিনও বিভিন্ন জায়গায় প্রতিবাদ দেখা গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বিরিয়ানির প্যাকেট হাতে রাস্তার ধারে পুলিশ, মিছিল আসতেই ধুন্ধুমার কাণ্ড! দেখুন ছবিতে ছবিতে

‘পাকিস্তান আর কলকাতার ফারাক নেই… ’ নবান্ন অভিযানের মাঝে বিতর্কিত মন্তব্য রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের

YouTube video player