Kolkata Metro : মেট্রো রেলে চড়তে টোকেন হতে পারে বাদ, আসছে কিউআর কোড
কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় যুক্ত হল কিউআর কোড টিকিট পদ্ধতি। টোকেনের পাশাপাশি পরীক্ষামূলকভাবে চালু করা হল পেপার বেস্ড কিউআর কোড।
কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় যুক্ত হল কিউআর কোড টিকিট পদ্ধতি। টোকেনের পাশাপাশি পরীক্ষামূলকভাবে চালু করা হল পেপার বেস্ড কিউআর কোড। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, ধীরে ধীরে নর্থ-সাউথ মেট্রো সেকশনেও চালু করে দেওয়া হবে এই কিউআর কোড টিকিটিং সিস্টেম। কলকাতা মেট্রোয় প্রত্যেক মাসে প্রায় দেড় হাজার টোকেন হারিয়ে যায় বলে জানা গেছে। বহুমূল্যে কেনা এই টোকেনগুলির খরচ বাঁচাতে কিউআর কোড পরিষেবা অনেকটাই সহায়তা করতে পারে।