'নন্দন তৃণমূলের পৈত্রিক সম্পত্তি নয়' নন্দনে ‘প্রজাপতি’র ঠাঁই না হওয়ায় বিস্ফোরক রাহুল সিনহা

নন্দনে ‘প্রজাপতি’র ঠাঁই না হওয়ায় বিস্ফোরক রাহুল সিনহা। এদিন রাহুল সিনহা বলেন, 'নন্দন তৃণমূলের পৈত্রিক সম্পত্তি নয়। নন্দন জনগনের সম্পত্তি। রং দেখে নন্দনে ছবির প্রদর্শন করা। মিঠুন চক্রবর্তী ওই ছবিতে অভিনয় না করলে, এই ছবি নন্দনে দেখানো হত।

/ Updated: Dec 26 2022, 02:00 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নন্দনে ‘প্রজাপতি’র ঠাঁই না হওয়ায় বিস্ফোরক রাহুল সিনহা। এদিন রাহুল সিনহা বলেন, 'নন্দন তৃণমূলের পৈত্রিক সম্পত্তি নয়। নন্দন জনগনের সম্পত্তি। রং দেখে নন্দনে ছবির প্রদর্শন করা। মিঠুন চক্রবর্তী ওই ছবিতে অভিনয় না করলে, এই ছবি নন্দনে দেখানো হত। মমতা বন্দ্যোপাধ্যায় উদার নয়। আমরা-ওরাতে বিশ্বাসী। আমরা ধিক্কার জানাই তাকে। প্রজাপতি নন্দনে মুক্তি না পেলেও, অন্যত্র প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে।'