আজ বৃষ্টির সম্ভাবনা বাংলায়, নামবে পারদ? জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া
ফেব্রুয়ারির শুরুতেই বাড়ছে গরম, তবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দুই জেলায়। দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টির পূর্বাভাস, কলকাতা সহ অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।

ক্রমে বাড়ছে গরম। ফেব্রুয়ারির শুরুতেই কি বিদায় নিল শীত? এই প্রশ্ন সকলের মনে।
তবে, সূত্রের খবর আজ বৃষ্টির সম্ভাবনা বাংলায়। ২ দিন নামবে পারদ। ফলে এখনই বিদায় হচ্ছে না শীতের। এমনই জানাল হাওয়া অফিস।
বুধবার পশ্চিমবঙ্গের দুই জেলায় হবে বৃষ্টি। তবে ভারী নয়, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
সূত্রের খবর, আজ দক্ষিণবঙ্গের সহ জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে থাকবে শুষ্ক আবহাওয়া।
বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত শুষ্ক থাকবে উত্তরবঙ্গের সব কয়টি জেলাও। কিন্তু, আজ বুধবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং-র এক বা দুই অংশে।
আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশা রড়হে।
আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় তেমনি কুয়াশা পড়বে না।
আজ হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বাড়বে কুয়াশার দাপট।
এই কয় জেলায় আবহাওয়া দফতর সূত্রে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বোনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি। সব মিলিয়ে ফেব্রুয়ারিতেই পুরোপুরি বিদায় নিচ্ছে শীত।