RG Kar rape and murder case: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে সঞ্জয় রায় (Sanjay Roy)। তবে সে নিজেকে নির্দোষ বলে দাবি করেছে।

RG Kar Case Trial: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের (Rape and murder) করার অভিযোগে দোষী সাব্যস্ত হলেও, সেই রায়ের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল সঞ্জয় রায় (Sanjay Roy)। শিয়ালদা আদালত তার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। এ বছরের জানুয়ারিতে সেই সাজা ঘোষণা করা হয়। এবার সেই রায়ের বিরোধিতা করল সঞ্জয়। সে নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। তার বিরুদ্ধে জঘন্য অপরাধের প্রমাণ পাওয়া গেলেও, সঞ্জয় উল্টে দাবি করেছে, তার উপরেই অত্যাচার করা হয়েছে। বেকসুর খালাসের দাবি জানিয়েছে সঞ্জয়। তার আইনজীবী সেঁজুতি চক্রবর্তী ১৭ জুন নিম্ন আদালতের রায়ের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আগামী বুধবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সঞ্জয়ের আবেদনের শুনানি হবে।

বেকসুর খালাস পাবে সঞ্জয়?

সঞ্জয় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার পর তার আইনজীবী বলেছিলেন, 'উচ্চ আদালতের দ্বারস্থ হব। যে কোনও অভিযুক্ত, যিনি দোষী প্রমাণিত হচ্ছেন, তাঁর অধিকার থাকে উচ্চ আদালতে আবেদন করার। এই আবেদনের পরিকল্পনা করার জন্য সময় নেব।' সেই পরিকল্পনা অনুযায়ী পাঁচ মাস পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সঞ্জয়ের আইনজীবী। তিনি আরও বলেন, ‘আমরা সঞ্জয়কে নির্যাতিত বলে মনে করছি। হাইকোর্টে যাবই। এটা আমাদের অধিকার। তাঁকে খালাস করানোর জন্যই হাইকোর্টে যাব।’ সেই ঘোষণা অনুযায়ীই হাইকোর্টে আবেদন জানালেন সেঁজুতি।

নির্যাতিতার বাবা-মায়ের আর্জি খারিজ

নির্যাতিতার বাবা-মা অপরাধের স্থান ঘুরে দেখার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কলকাতা হাইকোর্টের পর এবার শিয়ালদা আদালতও তাঁদের আর্জি খারিজ হয়ে গেল। সিবিআই-এর ভূমিকার তীব্র সমালোচনা করেছে আদালত। কারণ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নির্যাতিতার বাবা-মায়ের আর জি করে ঘটনাস্থলে যাওয়ার বিষয়ে আপত্তি জানায়নি। নির্যাতিতার বাবা-মায়ের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।