আরজি কর মামলায় সঞ্জয় রায়কে বড় ছাড়! প্রেসিডেন্সি জেলে চলছে জোরদার প্রস্তুতি
- FB
- TW
- Linkdin
সঞ্জয় রায়
আরজি কর হত্যাকণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়। খুন ও ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
আরজি কর মামলা
আরজি কর হত্যাকাণ্ডের নিয়মিত শুনানি চলছে শিয়ালদহ আদালতে। সেখানে নিয়মিত হাজির করান হয় সঞ্জয় রায়কে।
এবার ছাড়!
তবে এবার থেকে সঞ্জয় রায়কে কিছুটা হলেও ছাড় দেওয়া হতে পারে। আর হাজির হতে হবে না শিয়ালদহ কোর্টে।
ভার্চুয়াল শুনানি
সূত্রের খবর এবার থেকে ভার্চুয়াল শুনানিতে হাজির করান হতে পারে। তারই প্রস্তুতি শুরু হয়েছে।
সঞ্জয়ের ঠিকানা
বর্তমানে সঞ্জয় রায়ের ঠিকনা প্রেসিডেন্সি সংশোধনাগার। সেখানেই রয়েছে আরজি কর হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত।
প্রেসিডেন্সি জেলে প্রস্তুতি
প্রেসিডেন্সি জেলে শুরু হয়েছে সঞ্জয় রায়কে ভার্চুয়াল শুনানিতে উপস্থিত করানো। তেমনই বলছে সূত্র। কারণ প্রেসিডেন্সি জেলে এই ব্যবস্থা নেই।
সঞ্জয় হাইপ্রোফাইল!
সূত্রের খবর সঞ্জয় রায়কে প্রায় হাইপ্রোফাইল বন্দি হিসেবেই রাখা হয়। আর সেই কারণে তাকে রোজ রোজ আদালতে পেশ করা সম্ভব নয়।
বিচারকের কাছে আর্জি
পুলিশ সূত্রের খবর, সঞ্জয় রায়কে রোজ আদালতে পেশ করা সম্ভব নয়। রোজ রোজ প্রচুর পুলিশ মোতায়েন করা সম্ভব নয়। আর সেই কারণে বিচারকের কাছেও পুলিশ আর্জি জানিয়েছে বলে সূত্রের খবর।
সঞ্জয়ের নিরাপত্তা
সঞ্জয় রায়ের ক়ড় নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। কিন্তু তারপরেও আদালত চত্ত্বরে চিৎকার করে নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করে সঞ্জয়। নিশানা করে প্রশাসনকে।
সন্দীপদের বিরুদ্ধে চার্জশিট
সিবিআই সূত্রের খবর, কয়েক সপ্তাহের মধ্যেই সন্দীপ ঘোষ আর টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারে।