- Home
- West Bengal
- Kolkata
- RG Kar মামলার শুনানি কাল থেকেই, সঞ্জয় রায়কে শাস্তি দিতে CBI-র ১২৮ সাক্ষী বড় অস্ত্র
RG Kar মামলার শুনানি কাল থেকেই, সঞ্জয় রায়কে শাস্তি দিতে CBI-র ১২৮ সাক্ষী বড় অস্ত্র
- FB
- TW
- Linkdin
আরজি কর মামলা
সোমবার থেকে শিয়ালদহ আদালতে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডের বিচর শুরু। সোমবার থেকে প্রত্যেক দিন হবে শুনানি। তেমনই জানিয়েছে আদালত।
মূল অভিযুক্ত সঞ্জয় রায়
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক খুনে একমাত্র ধৃত ব্যক্তি সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তার বিরুদ্ধে ইতিমধ্যেই ঘুঁটি সাজাচ্ছে সিবিআই।
বিচারপর্বে মূল প্রক্রিয়া
বিচারপর্বে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণই হবে মূল প্রক্রিয়া। আর সেই কারণেই সাক্ষীদের ওপর গুরুত্ব দিচ্ছে সিবিআই।
সাক্ষীর সংখ্যা
৭ অক্টোবর সঞ্জয় রায়ের বিরুদ্ধে সিবিআই শিয়ালদহ কোর্টে চার্জশিট পেশ করেছিল। সেখানেই সাক্ষীর সংখ্যা ছিল ১২৮। তবে সকলেই যে ডাকা হবে এমনটা নয়।
চিকিৎসক সাক্ষী
সিবিআই সূত্রের খবর সঞ্জয়ের বিরুদ্ধে তাদের হাতে রয়েছে ১৯ জন চিকিৎসক সাক্ষী। সূত্রের খবর চিকিৎসক খুনে চিকিৎসক সাক্ষীদের ওপরই সবথেকে বেশি জোর দেওয়া হবে।
পুলিশ সাক্ষী
সঞ্জয়ের বিরুদ্ধে বা আরজি কর হত্যাকাণ্ডে সঞ্জয়ের বিরুদ্ধে সিবিআই-এর আরও একটি বড় অস্ত্র হল ৩৫ জন পুলিশ কর্মীর সাক্ষ্য।
সঞ্জয় ঘনিষ্ট
সিবিআই আদালতে সঞ্জয়ের ঘনিষ্টদের সাক্ষ্যের ওপরও জোর দিচ্ছে বলে সূত্রের খবর। সঞ্জয় রায়ের দিদিও সেই তালিকায় রয়েছে। তালিকায় রয়েছে সেই পুলিশ অফিসার যার ছত্রছায়ায় থেকেই দৌরাত্ম্য করত সঞ্জয়।
সকলের সাক্ষ্য গ্রহণ
সিবিআই সূত্রের খবর আদালত সকলের সাক্ষ্য গ্রহণ নাও করতে পরে। প্রয়োজনে ডাক হবে। তবে চিকিৎসক সহকর্মী ও পুলিশের একটি বড় অংশকে আদালতে ডাকা হতে পারে।
সঞ্জয়েক বয়ান
সিবিআই সূত্রের খবর সঞ্জয় রায় এই বিচারপর্বে নিজের বয়ান নিজেই দিতে পারবে। তাঁকে সেই সুযোগ দেবে আদালত। সূত্রের খবর সিবিআই মনে করছে বিচারপ্রক্রিয়া চলাকালীন সামনে আসতে পারে আরও বড় নম।
তিন মাসের মধ্যেই বিচার প্রক্রিয়া শুরু
৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার হয়েছিল নির্যাতিতর দেহ। যার অর্থ ৯২ দিনের দিনেই বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রশ্ন কবে শেষ হবে বিচার প্রক্রিয়া।