- Home
- West Bengal
- Kolkata
- মাত্র ২৮ মিনিটেই আরজি করের নির্যাতিতাকে খুন আর ধর্ষণ! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি সিবিআই-এর
মাত্র ২৮ মিনিটেই আরজি করের নির্যাতিতাকে খুন আর ধর্ষণ! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি সিবিআই-এর
- FB
- TW
- Linkdin
আরজি কর হত্যাকাণ্ডের প্রথম চার্জশিট
আরজি কর হত্যাকাণ্ডের প্রথম চার্জশিট সিবিআই দখিল করেছিল সোমবার। তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সঞ্জয় রায়ের।
চাঞ্চল্যকর দাবি
সিবিআই যে চার্জশিট পেশ করেছে সেখানে দাবি করা হয়েছে মাত্র ২৮ মিনিটে খুন ও ধর্ষণের মত অপরাধ ঘটেছে।
চিকিৎসক খুন ও ধর্ষণ
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণ করা হয়েছিল ৯ আগস্ট ভোট ৪টে ৩ মিনিট থেকে ভোর ৪টে ৩১ মিনিটের মধ্যে। মাত্র ২৮ মিনিটে।
দায়ী সঞ্জয়
সিবিআই যে চার্জশিট পেশ করেছিল সেখানে দাবি করা হয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়। সেই গোটা ঘটানা ঘটিয়েছে বলেও চার্জশিটে দাবি সিবিআই-এর।
সিসিটিভি ফুটেজ
হাসপাতালের সিসিটিভিটি ফুটেজের তথ্য বিশ্লেষণ করে সেই তথ্য হাতে পেয়েছে। তাতেই অভিযুক্তের গতিবিধি দেখেই সিবিআই এই দাবি করেছে।
ট্রমা সেন্টারের সিসিটিভি ফুটেজ
সিবিআই সূত্রের খবর আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের বাইরে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ড ও ঘর্ষণের সময় নির্ধারণ করেছে।
সঞ্জয় দুবার গিয়েছিল
সিবিআই সূত্রের খবর সেই রাতে সঞ্জয় দুইবার গিয়েছিল ক্রাইমসিনে। এবার দিয়েই ২ মিনিটের মধ্যেই ফিরে গিয়েছিল। দ্বিতীয়বার যাওয়ার প্রায় আধঘণ্টা পরে সেখান থেকে বেরিয়ে যায়।
সঞ্জয়কে চার্জশিট
মঙ্গলবার শিয়ালদহ কোর্টে সশরীরে হাজির করান হয়েছিল সঞ্জয় রায়কে। সেখানেই তার হাতে তুলে দেওয়া হয় হত্যাকাণ্ডের প্রথম চার্জশিটের কপি।
সই করে সঞ্জয়
সিবিআই সূত্রের খবর চার্জশিটের কপি নিয়ে সই করে দেয় সঞ্জয় রায়। সে সেই সময় একটিও কথা বলেনি। কোনও প্রতিবাদও করেনি।
সঞ্জয়ের বিরুদ্ধে ১০ অভিযোগ
সিবিআই সঞ্জয় রায়ের বিরুদ্ধে ১০টি অভিযোগও উল্লেখ করেছে চার্জশিটে। যাতে সঞ্জয়ের বিরুদ্ধেই অভিযোগ আরও দৃঢ়় হয়।