- Home
- West Bengal
- Kolkata
- জানুয়ারিতেই মিটিয়ে দেওয়া হবে বকেয়া বেতন! হঠাৎ বিরাট ঘোষণা মমতার, কত টাকা পাবেন সরকারি কর্মীরা?
জানুয়ারিতেই মিটিয়ে দেওয়া হবে বকেয়া বেতন! হঠাৎ বিরাট ঘোষণা মমতার, কত টাকা পাবেন সরকারি কর্মীরা?
বছর শেষ হওয়ার আগেই হাসি ফুটল সরকারি কর্মীদের মুখে। বকেয়া বেতন পাওয়া নিয়ে আর কোনো অনিশ্চয়তা রইল না। বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানুয়ারিতেই নাকি মিটিয়ে দেওয়া হবে বকেয়া বেতন! কত টাকা পাবেন সরকারি কর্মীরা?
110

Image Credit : stockPhoto
বকেয়া বেতন পাওয়া নিয়ে আর কোনো অনিশ্চয়তা রইল না।
210
Image Credit : Asianet News
বর্ষশেষের আগেই হাসি ফুটল সরকারি কর্মীদের মুখে।
310
Image Credit : Asianet News
দুর্দান্ত ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
410
Image Credit : Social Media
কি ঘোষণা এল? আর কাদের জন্য? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
510
Image Credit : Facebook
বেশ কয়েক মাস ধরে বকেয়া রয়েছে সরকারি কর্মীদের।
610
Image Credit : stockPhoto
সেই টাকার দাবিতে চলছিল বিক্ষোভ।
710
Image Credit : stockPhoto
এবার মুখ্যমন্ত্রীর দফতরের থেকে অরূপ ঘোষ ও ফিরহাদ হাকিমের তৎপরতার জেরে সমস্যা মিটেছে।
810
Image Credit : social media
বেতন মেলার আশ্বাস মিলতেই খুশি কর্মীরা।
910
Image Credit : our own
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দফতর ও প্রশাসনের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক হয়।
1010
Image Credit : our own
প্রায় ২০ দিন যাবৎ চুঁচুড়া-হুগলি পৌরসভার অস্থায়ী কর্মীরা আন্দোলনে নেমেছিলেন। সেই সমস্যার সমাধান হল।
Latest Videos