- Home
- West Bengal
- Kolkata
- মেগা ভূমিকম্পের আশঙ্কায় বিজ্ঞানীমহল! নিশ্চিহ্ন হতে পারে কলকাতা-সহ বঙ্গের বড় অংশ
মেগা ভূমিকম্পের আশঙ্কায় বিজ্ঞানীমহল! নিশ্চিহ্ন হতে পারে কলকাতা-সহ বঙ্গের বড় অংশ
শুক্রবার ভোররাতে ভূমিকম্পের কারণে দুলে উঠেছে প্রতিবেশী নেপাল আর পাকিস্তান। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.১।

ভূমিকম্প নেপাল আর পাকিস্তানে
শুক্রবার ভোররাতে ভূমিকম্পের কারণে দুলে উঠেছে প্রতিবেশী নেপাল আর পাকিস্তান। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.১।
প্রভাব পড়েছে এই দেশে
ভূমিকম্পের প্রভাব পড়েছে এই দেশেও। এই রাজ্যের দার্জিলিং-সহ বিহারের একাংশ কেঁপে উঠেছিল।
বারবার ভূমিকম্প
২০২৫ সালের প্রথম মাসেই কলকাতা দুটি ভূমিকম্প হয়েছে। একটি ৭ জানুয়ারি। অন্যটি ২৪ জানুরারি। যার কারণে উদ্বেগ বাড়ছে
কলকাতার অবস্থান
জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা GSI জানাচ্ছে কলকাতা সিসমিক জোনে অবস্থিত। যার কারণে এখানে নিয়মিত ভূমিকম্প হয়। কিন্তু অনেকেরই আশঙ্কা অচিরে বড় ভূমিকল্প হতে পারে। যা প্রলয়ের আকার নিতে পারে।
নেপালের ভূমিকম্প
২০১৫ সালে নেপালে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। যার জেরে বদলে গিয়েছিল হিমালয়ের আকার। বদলে গিয়েছিল মাউন্ট এভারেস্টের আকৃতি।
নেপালে মৃত্যু
ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬। মৃত্যু হয়েছিল প্রায় ৯ হাজার মানুষের। আহতের সংখ্যা ছিল ২২ হাজারের বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ। যা এখনও আতঙ্কের কারণ স্থানীয়দের। সেই সময় প্রভাব পড়েছিল কলকাতাতেও।
কলকাতায় ভূমিকম্পের কারণ
এই লাইন ধরে একটা করো। লিখবে, একটা শক্তি ক্রমশ জমা হচ্ছে মাটির নীচে। যত শক্তি পুঞ্জীভূত হবে তত বড় ক্ষয়ক্ষতি। বিজ্ঞানীদের কথায় কলকাতা যে প্লেটের ওপর রয়েছে তা প্রতিনিয়ত নড়াচড়া করেছে। যার কারণে ভূমিকম্প হচ্ছে। কলকাতা রয়েছে দুটি প্লেটের ওপর- ইন্ডিয়ান ও টিবেটান প্লেট।
ভূমিকম্পের কারণ
বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রতিবছর ইন্ডিয়ার প্লেট ৫ সেন্টিমার করে সরে যাচ্ছে টিবেটান প্লেটের দিকে। যার কারণে ধাক্কা লাগছে। যার কারণে ভূমিকম্প হচ্ছে।
কম্পনের অন্যকারণ
কলকাতার নীচে পাঁকে ভরা। বড় ভূমিকম্প হলে জাস্ট বসে যাবে ঘরবাড়ি। প্রায় ২০ ফুট কাদা মাটির তাল মাটির উপরে উঠে আসবে। বিশেষজ্ঞদের কথায় কলকাতায় কম্পনের অন্য কারণ হল ভূগর্ভস্থ জল। ভূগর্ভস্থ জলের স্তর ওঠানামার কারণেও ভূমিকম্প হতে পারে।
নগরায়ণ
বিশেষজ্ঞদের কথায় বহুতল নির্মাণ সঠিক নিয়ম মেনে হয়নি। যার কারণে ভূগর্ভস্থ জল বা মাটিতে সমস্যা তৈরি হয়। যার কারণে হতে পারে ভূমিকম্প। তবে সেই ভূমিকম্প বড় আকারও নিতে পারে।