- Home
- West Bengal
- Kolkata
- ভিড় সামাল দিতে বেড়ে গেল মেট্রো সংখ্যা, এক ক্লিকে দেখে নিন ট্রেনের নতুন সময় সীমা
ভিড় সামাল দিতে বেড়ে গেল মেট্রো সংখ্যা, এক ক্লিকে দেখে নিন ট্রেনের নতুন সময় সীমা
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ নিত্যযাত্রীদের সুবিধার জন্য অরেঞ্জ লাইনে মেট্রোর সংখ্যা বাড়িয়েছে। সোম থেকে শুক্র পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে মোট ৬২টি পরিষেবা চলবে এবং প্রথম ও শেষ মেট্রোর সময়েও পরিবর্তন আনা হয়েছে।

নিত্যযাত্রীদের জন্য দারুণ খবর। এবার বেড়ে গেল মেট্রোর সংখ্যা। মেট্রোয় যাতায়াত হল আরও সহজ। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই পরিবর্তন আনা হচ্ছে। সকালে অফিসযাত্রীদের চাপ সামলাতে এবং রাতের শেষ মেট্রোর সময় একটু বাড়িয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিদিন সকালে স্কুল, কলেজ থেকে অফিসযাত্রীদের ভিড় থাকে চোখে পড়ার মতো। কিন্তু. মাঝে মধ্যেই ভিড় সামাল দিলে হিমশিম খান কর্তৃপক্ষ। সে কারণে নেওয়া হল বিশেষ সিদ্ধান্ত। অরেঞ্জ লাইনে আপ ও ডাউন মিলিয়ে ৬২টি মেট্রো পরিষেবা মিলবে এবার থেকে।
সোম থেকে শুক্র পর্যন্ত ৩১টি আপ ও ৩১ টি ডাউন ট্রেন চলবে। আগে চলত ৬০টি মেট্রো। শনি ও রবিবার মিলবে না এই বিশেষ সুবিধা। প্রথম মেট্রো কবি সুভাস থেকে ছাড়বো সকাল ৭টা ৪০ মিনিটে। আগে তা ছিল সকাল ৮টা।
বেলেঘাটা থেকে কবি সুভাষ মেট্রো চালু হবে সকাল ৭টা ৪০ মিনিটে। তা আগে ছিল ৮ টায়। বেলেঘাটা থেকে কবি সুভাষ মেট্রো চালু হবে সকাল ৮ টা ১০ মিনিটে। যা আগে ছিল ৭টা ৫৫ মিনিট। শেষ মেট্রো কবি সুভাষ থেকে বেলেঘাটা রাত ৮টা ২০ মিনিটে যাবে এবং বেলেঘাটা থেকে কবি সুভাষ গামী মেট্রো রাত ৮টা ৪৫ মিনিটে ছাড়বে।
মেট্রোর সময়সীমা বাড়ার পাশাপাশি অরেঞ্জ লাইনে চালু হতে চলেছে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম। জানা যায় এই এর দ্বার ট্রেনের মধ্যবর্চী ব্যবধান কমবে। সব মিলিয়ে সুখবর যাত্রীদের জন্য। এবার বেড়েছে মেট্রো। সোমবার থেকেই বদল হল চিত্র। চলছে নতুন মেট্রো। সোমবার থেকে বদল হয়েছে এই পরিষেবা।

