- Home
- West Bengal
- Kolkata
- সন্দীপ ঘোষের কেচ্ছা ফাঁস! টাকার বিনিময় পাশ থেকে শুরু করে টেন্ডার দুর্নীতি- সবেতেই যুক্ত প্রাক্তন অধ্যক্ষ
সন্দীপ ঘোষের কেচ্ছা ফাঁস! টাকার বিনিময় পাশ থেকে শুরু করে টেন্ডার দুর্নীতি- সবেতেই যুক্ত প্রাক্তন অধ্যক্ষ
| Published : Aug 13 2024, 03:15 PM IST / Updated: Aug 13 2024, 03:16 PM IST
- FB
- TW
- Linkdin
সন্দীপ ঘোষ
আরজি কর হাসাপাতালে তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুন করা হয়। সেই বিষয়ে কলেজর অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রথম দিন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি মৃতার পরিবারকে ভুল তথ্যদিয়েছিলেন বলে অভিযোগ পরিবারের। পাশাপাশি তথ্যপ্রমাণ লোপাট করার চেষ্টার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এই অবস্থায় প্রবল চাপে আরজি কর হাসপাতালের অধ্যক্ষের পদ থেতে ইস্তফা দেন সন্দীপ। তাঁর পরবর্তী কর্মস্থল ন্যাশানাল মেডিক্যাল কলেজ। কিন্তু সেখানেও তাঁকে ঘিরে বিক্ষোভ চলছে জুনিয়ার ডাক্তারদের।
সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম অভিযোগ
সন্দীপের পদত্যাগের পরই তাঁর বিরুদ্ধে বিস্ফোরক ছিলেন কলেজের চিকিৎসক থেকে শুরু করে ছাত্র ও জুনিয়ার ডাক্তাররা। সবথেকে ভয়ঙ্কর অভিযোগ টাকার বিনিময় ছাত্র পাশের।
টাকার বিনিময় পাশ
অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, শুধুমাত্র আরজি কর নয়, বিভিন্ন মেডিক্যাল কলেজ পড়ুয়াদের সাপ্লিতে পাশ করানো, ফেল করাদের পাশ করানোর জন্য টাকা নিতেন। একএক জনের কাছ থেকে ১০ লক্ষ করে টাকা নিতেন।
অনার্স পাইয়ে দিতেও টাকা
সন্দীপ ঘোষ নিজের ঘনিষ্ট বিত্তের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সাবজেক্টে অনার্স পাওয়ার জন্যও টাকা নিতেন বলেও অভিযোগ উঠেছে।
চিকিৎসা সরঞ্জামে কমিশন
আরজি কর হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে শুরু করে তা ফিট করার জন্য কমিশন নিতেন সন্দীপ ঘোষ। তেমনই অভিযোগ প্রতিবাদী ছাত্রদের।
টেন্ডার দুর্নীতি
সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠে এসেছে আন্ডার গ্রাজুয়েটে স্কিল ল্যাবের টেন্ডারের দুর্নীতির অভিযোগ। তিন কোটি টাকায় এই টেন্ডার পায় মা তারা ট্রেডার্সযেখানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ-সহ বিভিন্ন জায়গাতে এই ল্যাব তৈরি করতে ৬২ লক্ষ টাকা খরচ হয়।
করোনার সময় দুর্নীতি
করোনাকালে হাই ফ্লো নেজার অক্সিজেন মেশিন একেকটি প্রায় আড়াই লক্ষ টাকা বা তারও বেশি টাকায় কেনার অভিযোগ উঠেছিল। বাকি সরকারি ও বেসরাকরি হাসপাতাল যেখানে এই মেশিন কিনেছিল ৩০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকায় সেখানে আরজি করে মেশিন কেনা হয়েছিল ৪ লক্ষ ৩০ হাজার টাকায়।
টেন্ডার পিছু ২০ % কমিশন
আরজি করে যে কোনও কাজের জন্যই সন্দীপ স্যারকে টেন্ডার পিছু ২০ % কমিশন দিতে হত বলেও অভিযোগ আন্দোলনকারীদের। যদিও সন্দীপের প্রভাব এতটাই বেশি ছিল কেউ প্রতিবাদ করতে পারত না।
আরজি করের ক্যাফেটেরিয়া
আরজি কর হাসপাতালে বেশ কয়েকটি ক্যান্টিন রয়েছে। কিন্তু পছন্দের পড়ুয়াদের আবদার মেটাতে তৈরি করেছিলেন সুসজ্জিত ক্যাফেটেরিয়া। সেটাই দুর্নীতির আখড়া। দাবি আন্দোলনকারী পড়ুয়াদের।
পার্কিং থেকে তোলাবাজি
হাসপাতালে আসা হলুদ ট্যাক্সি, অ্যাম্বুলেন্স, সাধারণ গাড়ি সবকিছু থেকেই টাকা তোলা হত বলে অভিযোগ। প্রতিমাসে ১১ লক্ষ টাকা কমিশন তোলা হত বলেও জানিয়েছেন অনেকে।