সংক্ষিপ্ত

রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে এই দুদিন শিয়ালদা, বনগাঁ, হাবড়া, ডানকুনি, হাসনাবাদ ও দত্তপুকুর থেকে বেশ কয়েকটি লোকাল বাতিল করা হয়েছে।

শনিবার ও রবিবার - অর্থাৎ সপ্তাহান্তে বেশ ভোগান্তিতে পড়তে হতে পারে যাত্রীদের। শনিবার রাত সাড়ে ৯টা থেকে লাইন মেরামতির কাজ চলবে। ফলে একাধিক ট্রেন বাতিলের আশঙ্কা থাকছে। রেল সূত্রে খবর রবিবার সকাল সাড়ে ৯টার মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে। রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে এই দুদিন শিয়ালদা, বনগাঁ, হাবড়া, ডানকুনি, হাসনাবাদ ও দত্তপুকুর থেকে বেশ কয়েকটি লোকাল বাতিল করা হয়েছে।

রেলের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শনিবার রাত ১২টা ৪৫ মিনিট থেকে রবিবার ভোর ৪টে ৪৫ মিনিট পর্যন্ত কল্যানী স্টেশনে সিগন্যালিং ব্যবস্থায় রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই কারণে শিয়ালদহ থেকে ছাড়া দু’টি লোকাল ট্রেন (০৩১৯১ এবং ৩১৫১১) ওই সময়ের জন্য বাতিল করা হয়েছে। শান্তিপুর স্টেশন থেকে ছাড়া একটি লোকাল (৩১৫১২) এবং নৈহাটি থেকে ছাড়া একটি লোকাল (৩১১৯১) বাতিল করা হয়েছে।

রক্ষণাবেক্ষণের এই কাজ চলার জন্য ০৩১৯৮ লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার রানাঘাট স্টেশন পর্যন্ত যাবে। ৩১৩১২ কল্যাণী সীমান্ত-শিয়ালদহ লোকাল নৈহাটি স্টেশন থেকে ছাড়বে। ওই দিন ০৩১৭২ লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার নির্ধারিত সময়ের প্রায় ৯০ মিনিট পরে ছাড়বে। ৩১৮১১ শিয়ালদহ-কৃষ্ণনগর প্যাসেঞ্জার নির্ধারিত সময়ের ২০ মিনিট পর ছাড়বে। অন্য দিকে শ্রাবণী মেলায় তারকেশ্বরগামী পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে হাওড়া এবং তারকেশ্বর স্টেশনের মধ্যে ১২টি স্পেশাল ট্রেন চালানোর কথা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।

শনিবার কোন কোন ট্রেন বাতিল?

শিয়ালদা থেকে বাতিল: 33857,33861,32247

বনগাঁ থেকে বাতিল: 33854, 33858

ডানকুনি থেকে বাতিল: 32250

রবিবার কোন কোন ট্রেন বাতিল?

শিয়ালদা থেকে বাতিল: 33815, 33819, 33821,33651, 33653, 33511, 33515, 32213, 32217, 32221, 33613, 33431

বনগাঁ থেকে বাতিল: 33816, 33820, 33822

হাবরা থেকে বাতিল: 33652, 33654

হাসনাবাদ থেকে বাতিল: 33512, 33516

ডানকুনি থেকে বাতিল: 32214, 32218, 32222

দত্তপুকুর থেকে বাতিল: 33612, 33616

বারাসাত থেকে বাতিল: 33432

অন্যদিকে, পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রবিবার ১৬ জুলাই 33357 বারাসাত-দত্তপুকুর লোকাল সকাল ৭টা ২ মিনিটের পরিবর্তে বারাসাত থেকে ৮টা ১০ মিনিটে ছাড়বে।

এর আগে, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে সিগন্যাল মেরামতি ও হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ এবং খানা-গুমানি শাখায় ইন্টিগ্রেটেড মেগা ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে ১ এবং ২ জুলাই ট্রেন বাতিল করা হয়েছিল। হাওড়া ও শিয়ালদা ছাড়াও বর্ধমান, রামপুরহাট, আরামবাগ, ব্যান্ডেল, কাটোয়া, ডানকুনি, তারকেশ্বর, গোঘাট থেক একাধিক লোকাল বাতিল করা হয়েছিল।