সংক্ষিপ্ত

একাংশ বিজেপিকে সাহায্য করছে বলেও অভিযোগ করেন অভিষেক। তিনি বলেন, 'বিচারপতি রাজশেখর মান্থা সমাজবিরোধীদের রক্ষাকবচ দিচ্ছেন।'

 

নন্দীগ্রামে ভোট সন্ত্রাসে আহত দলের কর্মীদের এসএসকেএম হাসপাতালে দেখতে এসে সরাসরি কলকাতা হাইকোর্টের বিচারপতিদের একাংশকে নিশানা করেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। হাইকোর্ট বিচাপতিদের একাংশ পক্ষপাতদুষ্ট বলেও অভিযোগ করেন। তিনি বলেন, একটি নির্দিষ্ট দলকে সাহায্য করছে বিচারব্যবস্থা। অনেক বিচারপতি নিরপেক্ষভাবে কাজ করছে। কিন্তু একাংশ বিজেপিকে সাহায্য করছে বলেও অভিযোগ করেন অভিষেক। তিনি বলেন, 'বিচারপতি রাজশেখর মান্থা সমাজবিরোধীদের রক্ষাকবচ দিচ্ছেন।'

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, নন্দীগ্রামে বিজেপি পঞ্চায়েত ভোটে হেরে যাওয়ার পরে বিজেপি সন্ত্রাস চালাচ্ছে। তাঁর অভিযোগ পুলিশ ব্যবস্থা নিতে পারছে না। কারণ কলকাতা হাইকোর্ট বিজেপি নেতাদের রক্ষাকবচ দিয়ে রেখেছেন। আর সেই কারণেই পুলিশ কোনও পদক্ষেপ করতে পারছে না। অভিষেক বলেন হাইকোর্টের একাংশ যেভাবে মদত দিচ্ছে তা অত্যান্ত বেগনাদায়ক। তিনি বলেন স্বাধীনতার পরে এজাতীয় ঘটনা এই প্রথম ঘটেছে। তিনি বলেন যাদের জেলে থাকা উচিৎ তাদের মদত দিয়ে পুলিশ প্রশাসনের হাত বেঁধে দিয়েছে।

নন্দীগ্রামে ভোট পরবর্তী সংঘর্ষের কারণে ১১ জন তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয়েছে। তাদের চিকিৎসা তলছে এসএসকেএম-এর ট্রমা কেয়ার ইউনিটে। শুক্রবার তাদের দেখতেই হাসপাতালে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি হাসপাতাল চত্ত্বরে সংবাদিক বৈঠক করেন। সেখানেই তিনি বলেন আহত প্রত্যেকের সঙ্গেই তিনি কথা বলেছেন। যার হামলার ঘটনায় যারা যুক্ত তাদেরও নাম নিয়েছেন। কিনি বলেন, ২০টি নাম তিনি পেয়েছেন। সেই নামগুলি তিনি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন। তারপরই তিনি বিচার ব্যবস্থাকে নিশানা করেন। তবে বিচার ব্যবস্থানে নিশানা করার জন্য তাঁকে যদি জেলে যেতে হয় তাতেও রাজি রয়েছেন বলে জানিয়েছেন অভিষেক। তিনি বলেন, 'আমি সাদাকে সাদা আর কালোকে কালো বলি। তাতে আমার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার নিক।' এদিন অভিষেক কথা প্রসঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দেওয়ার কথা তোলেন। তিনি বলেন বিচারপতি মান্থা শুভেন্দু অধিকারী রক্ষাকবচ দিয়েছেন। তিনি যদি কোনও অন্যায় করেন তাহলেও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না পুলিশ। তারপরই তাঁর প্রশ্ন, 'আমি প্রোটেকশন চাইলে দেবেন? দেবে না। বিজেপি নেতারা চাইছেন তাই পেয়েছেন।'

অন্যদিকে দিল্লিতে বিজেপি নেতা সুকান্ত মজুমদার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, ওনার শিয়রে বিপদ তাই উনি বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন। তবে এর আগেও একাধিকবার অভিষেক বিচার ব্যবস্থাকে আক্রনণ করেছেন। কিন্তু এই প্রথম কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার নাম নিয়ে আক্রমণ করলেন।