SIR ফর্ম জমার শেষ দিনেও এনুমারেশন ফর্ম ফিলআপ করলেন না মমতা! কী হতে পারে?
বৃহস্পতিবারই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল। গোটা রাজ্য জুড়ে ১১ তারিখ জমা পড়ল এনুমারেশন ফর্ম। তবে ফর্ম এখনও জমা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কী হতে পারে? ভোটার তালিকা থেকে কি বাদ পড়বেন মমতা?

রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে জোরকদমে। আর বৃহস্পতিবারই ছিল এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এখনও সেই ফর্ম জমা দেননি। কৃষ্ণনগরের সভা থেকে তিনি নিজেই এই কথা জানান। তারপর থেকেই শুরু হয়েছে নতুন আলোচনা, তবে কি মুখ্যমন্ত্রী ফর্ম দেবেন না?
সভায় এদিন নিজের অবস্থানও পরিষ্কার করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, “আমি এখনও ফর্ম ফিলআপ করিনি। কেন করিনি? তিনবার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম। সাতবার এমপি হয়েছি। তিনবার মুখ্যমন্ত্রী হয়েছি। আজ আমাকে প্রমাণ করতে হবে আমি নাগরিক?” তারপরই তিনি কটাক্ষ করে বলেন, “এর চেয়ে নাকখত দেওয়া অনেক ভালো!”
এরপর বিজেপি আর কমিশনকে তীব্র আক্রমণ করেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, “ওই দাঙ্গাবাজদের কাছে আমি প্রমাণ দেব না যে আমি দেশের নাগরিক। দেশ স্বাধীন হওয়ার সময় তো তোমরা কোথায় ছিলে?” তিনি আরও বলেন, “আজ রবীন্দ্রনাথ, নেতাজি, ক্ষুদিরাম, সবাইকে অসম্মান করা হচ্ছে। এ কেমন ভারত?”
তবে SIR নিয়ে নিজের অবস্থান এদিন আবারও স্পষ্ট করে বলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি জানান, তৃণমূল SIR-এর বিরুদ্ধে নয়। কিন্তু এত কম সময়ে চাপ দিয়ে পুরো প্রক্রিয়া শেষ করার চেষ্টা,নাএই তাড়াহুড়োই সমস্যা। এই প্রসঙ্গে মমতা বলেন, “আমরা বলেছিলাম সময় নিয়ে করো। এত তাড়াহুড়ো কেন? হোয়াই সো হারি?”
‘কিসের জন্য এত তাড়াহুড়ো?’ এই প্রশ্নের উত্তর সভা থেকে নিজেই দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, “এই তাড়াহুড়োর আসল উদ্দেশ্য রাজনীতি। ভোটের জন্য বাংলায় জোর করে দখলদারি করতে চাইছে। কিন্তু আমরা থাকতে সেটা হতে দেব না।” মুখ্যমন্ত্রী এই মন্তব্যে কার্যত রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে
তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম জমা না দেওয়ায় কি কোনও বিশেষ জটিলতা তৈরি হতে পারে! এমনই আশঙ্কা তৈরি হয়েছে। সেক্ষেত্রে কি ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে খোদ মুখ্যমন্ত্রীর নাম! কী বলছে নির্বাচন কমিশন
মুখ্যমন্ত্রীর এনুমারেশন ফর্ম জমা না দেওয়া নিয়ে কী বলছে নির্বাচন কমিশন?
এই নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলা হলে তারা জানায়, রাজ্যের কিছু বিশিষ্ট ব্যক্তি, যেমন রাজনৈতিক নেতা, বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষ, খেলোয়াড়, শিল্পী বা অন্য কোনও পরিচিত ব্যক্তিত্ব এদের ক্ষেত্রে প্রথম পর্বে ফর্ম না দিলেও সমস্যা নেই। তারা দ্বিতীয় পর্বে নথি জমা দিলেই চলবে।

