Nabanna Abhiyan: হকের চাকরি ফেরতের দাবিতে আগেই শুরু করেছিলেন অনশন-আন্দোলন। দিয়েছিলেন নবান্ন অভিযানের ডাক। এবার সেই সিদ্ধান্ত নিয়ে অবস্থান বদল করলেন সুপ্রিম কোর্টের রায়ে সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানে যাচ্ছেন না তারা।
Nabanna Abhiyan: হকের চাকরি ফেরতের দাবিতে আগেই শুরু করেছিলেন অনশন-আন্দোলন। দিয়েছিলেন নবান্ন অভিযানের ডাক। এবার সেই সিদ্ধান্ত নিয়ে অবস্থান বদল করলেন সুপ্রিম কোর্টের রায়ে সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। সূত্রের খবর, আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানে যাচ্ছেন না তারা। নবান্ন অভিযানে সাময়িক বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছেন আন্দোলনকারী চাকরিহারারা।
কী জানিয়েছেন আন্দোলনকারী চাকরিহারারা (Nabanna Abhiyan):-
এই বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে আন্দোলনকারী এক শিক্ষক বলেন, ''২১ তারিখ নবান্ন অভিযানের ডাক থেকে আমরা সাময়িক বিরত থাকলাম। কিন্তু আন্দোলনের ডাক দেওয়া আছে থাকবে। তারিখ পরে জানানো হবে। তিনবার দফায়-দফায় যে আলোচনা হয়েছে, প্রশাসন আমাদের মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসার ব্যবস্থা করবেন। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাই। আন্দোলন যেমন ডাকা আছে থাকবে। সমাধান সূত্র না বার হলে আরও বৃহৎ প্রস্তুতি নিয়ে নবান্ন অভিযান হবে (Nabanna Abhiyan)।''
জানা গিয়েছে, আগামী ২১ এপ্রিল অর্থাৎ সোমবার চাকরিহারাদের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। চাকরি প্রার্থীদের বেশ কয়েকটি সংগঠন মিলে এই অভিযানের ডাক দিয়েছিল। তবে এই অভিযানের ঠিক দু-দিন আগে তা স্থগিত রাখার কথা ঘোষণা করল চাকরি প্রার্থীদের ঐক্যমঞ্চ। আর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঐক্যমঞ্চের সদস্য আশীষ খামরুই (Nabanna Abhiyan)।
সূত্রের খবর, নবান্ন অভিযান স্থগিত রাখার কথা জানিয়ে এদিন ঐক্যমঞ্চের তরফে পুলিশকে একটি চিঠি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার এই বিষয়ে ভবানী ভবন, লালবাজার ও হাওড়া পুলিশ কমিশনারেটের শীর্ষকর্তাদের সঙ্গে ঐক্য মঞ্চের নেতাদের বৈঠক হয়। সেই বৈঠকে পুলিশের শীর্ষকর্তারা মঞ্চের নেতাদের আশ্বাস দেন, তাঁদের দাবিদাওয়ার ব্যাপারে সরকারকে জানানো হবে। কথা বলা হবে মুখ্যসচিবের সঙ্গে। যত দ্রুত সম্ভব যাতে তাঁদের সমস্যার সমাধান হয়, তাঁরা সেই চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। তারপরই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারফলে আগামী সোমবার হচ্ছে না চাকরিহারাদের নবান্ন অভিযান (Nabanna Abhiyan)। তবে এখন দেখার পুলিশি আশ্বাসের পর কোন খাতে গড়ায় চাকরিহারাদের ভবিষ্যৎ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


