সংক্ষিপ্ত

সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬-এর এসএসসি প্যানেল বাতিল হওয়ায় ২৬ হাজার চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। যারা যোগ্য তাঁদের চাকরি যাতে ফিরিয়ে দেওয়া হয়, সেই বিষয়ে তিনি দেখবেন।

সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬-এর এসএসসি প্যানেল বাতিল হয়েছে। এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করেন। এই বৈঠকে তিনি স্পষ্ট করে জানান-কে তিনি চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসতে চান, যার ফলস্বরূপ নেতাজি ইনডোরে এই বৈঠকের আয়োজন করা হয়। চাকরিহারা ২৬ হাজার প্রার্থীকে তিনি আশ্বাস দিয়ে বলেন তিনি বেঁচে থাকতে কারও চাকরি হারাতে দেবেন না। এর জন্য তিনি জেলে যেতে প্রস্তুত।

কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি হঠাৎ জেল যাওয়ার কথার উল্লেখ করলেন কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের এই রায়ে তিনি মোটেও খুশি নন। তিনি বলেছেন, '২৬ হাজার প্রার্থীর মধ্যে যারা যোগ্য তাঁদের চাকরি যাতে ফিরিয়ে দেওয়া হয়, সেই বিষয়ে তিনি দেখবেন। এর জন্য যতদূর যেতে হয় তিনি যাবেন। এর জন্য তাঁর জেল হলেও আপত্তি নেই।'

পদ্ম শিবিরের নাম না করেই, তিনি বলেন কারা এই ২৬ হাজার প্রার্থীর চাকরি খেয়েছেন তা তিনি ভালো করেই জানেন। মুখ্যমন্ত্রী ‘এরা চাকরি দিতে পারে না, কিন্তু চাকরি খেতে পারেন বলেও মন্তব্য করেছেন।তিনি আরও বলেছেন ২০২২ থেকে এই নোংরা খেলাটা শুরু হয়েছে। আমিও অনেক কেস লড়েছি আমি জানি কিভাবে আমাকে চাপে ফেলার চেষ্টা চালানো হচ্ছে।আমি বেঁচে থাকতে কারও চাকরি যেতে দেবো না।’