সংক্ষিপ্ত
হাইকোর্ট চত্বরে নজির বিহীন বিশৃঙ্খলার তীব্র নিন্দা করছেন সর্বস্তরের মানুষ। ঘটনার বিরুদ্ধে স্বতঃপ্রণদিতভাবে আদালত অবমাননার রুল জারি করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা।
'যা হয়েছে তা খুবই দুঃখজনক ঘটনা', বিচারপতি মান্থার কাছে দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। সোমবার থেকেই বিচারপতি মান্থার এজলাস ঘিরে বিক্ষভের ঘটনায় এবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার কাছে দুঃখপ্রকাশ করল রাজ্য। বিচারপতি মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ থেকে বয়কটের ডাক। বাড়ির সামনে কুরুচিকর পোস্টার, হাইকোর্ট চত্বরে নজির বিহীন বিশৃঙ্খলার তীব্র নিন্দা করছেন সর্বস্তরের মানুষ। ঘটনার বিরুদ্ধে স্বতঃপ্রণদিতভাবে আদালত অবমাননার রুল জারি করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন আইনজীবীদের একাংশও। এজলাসে ঢুকতে না দেওয়ায় বিপর্যস্ত হয়েছে গোটা বিচার ব্যবস্থা। গোটা ঘটনাটি ফৌজদারি অপরাধ কি না সেবিষয়টিও বিচার্য বলেই জানিয়েছেন বিচারপতি মান্থা।
বুধবার সকাল থেকেই বেশ খানিকটা স্বাভাবিক চিত্র দেখা গেল কলকাতা হাই কোর্ট চত্বরে। দু'দিন পর অবরোধ উঠলেও উঠল না বয়কট। তবে বুধবার সকাল থেকেই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুরু হয়েছে স্বাভাবিক বিচার প্রক্রিয়া। গতকাল কয়েকদিন ধরেই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে চরম বিশৃঙ্খলার চিত্র দেখা যায়। এই বিচারপতির বাড়ির সামনে কুরুচিকর পোস্টার এবং এজলাসের বাইরে বিক্ষোভের ঘটনা চরম সমালোচনা করা হয় বিভিন্ন মহল থেকে। ঘটনার নিন্দা করেছেন স্বয়ং রাজ্যপালও। এবার এই প্রসঙ্গে কড়া বার্তা দিলেন বিচারপতি রাজাশেখর মান্থার।
সোমবার বিচারপতি রাজশেখর মান্থার আদালতের বাইরে যে বিক্ষোভ হয়েছিল সে সম্পর্ক অবহিত প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তিনি ঘটনার ছবি ও ভিডিও সংরক্ষণের নির্দেশ দিয়েছে। দক্ষিণ কলকাতার যোধপুরপার্ক এলাকায় বিচারপতি মান্থার বাসভবনের মূল দরজা ও দেওয়ালের সঙ্গে আসপাশের বেশ কিছু বাড়ির দেওয়া একই ধরনের অভিযোগ জানিয়ে পোস্টার সাঁটানো হয়েছে। বুধবার হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসুমল্লিককে বিচারপতি মান্থা বলেছিলেন,'আমি অনুরোধ করছি, আদালতের সম্মান নষ্ট করবেন না। শুধুমাত্র আমার এজলাস নয়, অন্য কোনও বিচারপতির ক্ষেত্রেও যেন এমন না হয়, সেদিকে নজর রাখুন।'