সংক্ষিপ্ত

কলকাতা মেট্রোয় বাংলা ভাষা নিয়ে বিতর্ক। হিন্দিভাষী এক মেয়ে বাংলাভাষী এক মহিলাকে 'বাংলাদেশী' বলে তিরস্কার করেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কলকাতার বুকে কোনঠাসা বাঙালি- কোনও নতুন বিষয় নয়। একাধিক বার এই ঘটনা হয়েছে। তবে উত্তরোত্তর এই ঘটনা আরও বাড়ছে। এইবারে তো বাংলা বলার জন্য কলকাতাবাসী-কে প্রশ্নের মুখে পড়তে হল যে, "আপনি কী বাংলাদেশী?" অবাক হচ্ছেন? না মোটেই অবাক হবেন না। ঘটনাটা ঘটেছে কলকাতা মেট্রোয়। মেট্রো স্টেশনে এক হিন্দিভাষী মেয়ে তির্যক সুরে হিন্দি এবং ইংরেজিতে খোঁচা দিচ্ছেন বাংলাভাষী এক মহিলাকে! তিনি বলেছেন, “এটা বাংলাদেশ নয়! ভারত। আর ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ। হিন্দি ভারতের ভাষা! ভারতে থাকেন, হিন্দি জানেন না! আপনি কি বাংলাদেশী?''

অন্যদিকে বাঙালি মহিলা উত্তরে বলেন, ''আমি বাঙালি, আমি ভারতীয়!'' এটা আমার মাটির ভাষা।'' এরপর হিন্দিভাষী মেয়েটির বক্তব্য- বাংলায় কথা বলছে বলে সে হুমকি দেয়, “আমি তার বিরুদ্ধে মামলা করব (আই উইল সু অ হার)।” এমনই একটি দৃশ্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। যদিও এই ভিডিওর সত্যতা এশিয়ানেট নিউজ বাংলা যাচাই করেনি। এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় এবং অনেকের ফোনে ঘুরছে।

বাংলাভাষী ওই তরুণী জানান, ঘটনাটি ঘটে ১৮ নভেম্বর ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড স্টেশনে। এই ঝামেলার কারণে তিনি এবং অন্য মেয়েটি সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে ছিলেন। শক্তিরূপা সাধুখান নামের ওই তরুণীর অভিযোগ, আমি হিন্দি বা কোনও ভাষাকে অপমান করিনি। কিন্তু আমি বাংলায় কথা বলি বলে পশ্চিমবঙ্গে আমাকে বাংলাদেশি বলা হল! মেট্রো, আরপিএফ সবই কভার করে। তারা আমাকে বাংলাদেশী বলার জন্য লিখিত অভিযোগ করতে দেয়নি। দেশের ভাষাগত বৈচিত্র্য সম্পর্কে হিন্দিভাষী মেয়েটির কোনও ধারণা নেই। তাদের ব্যবহারে দেশের ঐক্য দুর্বল হয়েছে।''

মেট্রো আরপিএফ দাবি করেছে যে হিন্দিভাষী মেয়েটি শক্তিরূপাকে 'বাংলাদেশী' বলার জন্য ক্ষমা চেয়েছে। কথোপকথনের সময় একটি ভিডিও তৈরি করছিলেন শক্তিরূপা। তবে সেই ভিডিও মুছে ফেলার জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্রী শক্তিরূপা বলছেন, “আমার চাকরি ও পড়াশোনা হারানোর হুমকির কারণে আমি ভিডিওটি মুছে ফেলতে বাধ্য হয়েছিলাম। এ ছাড়া আমাকে লিখতে হয়েছে যে আমি কোনও ব্যবস্থা নেব না!” তবে ঘটনার ভিডিও কোনোভাবে নেট মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং তোলপাড় শুরু হয়।

ভারতীয়দের সংবিধানের অষ্টম তফসিল অনুসারে, হিন্দি ও বাংলা সহ ২২টি স্বীকৃত ভাষার সমান মর্যাদা রয়েছে। দেশের জাতীয় ভাষা হিন্দি যারা-এই কথাটাই সম্পূর্ণ ভুল। দেশের অফিশিয়াল ভাষা ইংরেজি ও হিন্দি। তাই দেশে থাকলে হিন্দি জানতেই হবে একথা আপনাকে যে বললে তাঁকে জানান। আর শুধু হিন্দি নয় দেশে এমন আরও ভাষা আছে যেগুলি আপনি নিজের জন্য শিখতে পারেন, তবে এর কোনও বাধ্যবাধকতা নেই। বা আপনাকে নিজের মাতৃভাষার বাইরে অন্য ভাষা শিখতেই হবে দেশে এমনও কোনও বাধ্যতামূলক নিয়ম নেই। তবে কোনও ভাষাকে অপমান করার বিরুদ্ধে আপনি আইনত ব্যবস্থা নিতেই পারেন। বাঙালি হলে জোড় গলায় বাংলা বলুন। নিজের মাতৃভাষাকে আগে নিজে সম্মান দিন।