Suvendu on RG Kar Case : 'যারা করেছে ধ্বংস হয়েছে, এবার উনিও ধ্বংস হবেন' শুভেন্দুর এই কথায় তোলপাড়!

'আর জি কর কাণ্ডের আসল মাথাকে খুঁজে বের করতে হবে'। 'অ্যাকশন চাইলে ওই দিনই সন্দীপ ঘোষকে সরাতেনা উনি'। 'মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল গিয়েছিলেন ম্যানেজ করতে'। 'মহামান্য আদালত আমাদের দাবিকে মান্যতা দিয়েছেন'।

/ Updated: Aug 13 2024, 08:36 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'আর জি কর কাণ্ডের(RG Kar Case) আসল মাথাকে খুঁজে বের করতে হবে'। 'অ্যাকশন চাইলে ওই দিনই সন্দীপ ঘোষকে(Sandip Ghosh RG Kar) সরাতেনা উনি'। 'মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) গতকাল গিয়েছিলেন ম্যানেজ করতে'। 'মহামান্য আদালত আমাদের দাবিকে মান্যতা দিয়েছেন'। 'তাই হাইকোর্টের(Calcutta High Court) নজরদারিতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন'। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বিনীত গোয়েল ইউডি কেস রুজু করেছে'। 'ডা: এসপি দাসের জন্যই সন্দীপ ঘোষের এত বাড়-বাড়ন্ত'। 'অতি দ্রুত স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি'। 'যারা করেছেন ধ্বংস হয়েছেন, এবার ইনিও ধ্বংস হবেন'। আর জি কর কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari)