সংক্ষিপ্ত

কয়েকজন নেতা নাকি প্রকাশ্যেই শুভেন্দুর বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁদের অভিযোগ, রাজ্যের বিরোধী দলনেতার সিদ্ধান্তের কারণেই বহু আসনে গেরুয়া শিবির পরাজিত হয়েছেন। এখনও অবধি BJP-র শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হননি নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

উনিশের লোকসভা ভোটের চেয়ে চব্বিশের লোকসভা ভোটে বাংলায় খারাপ ‘পারফরম্যান্স’ করেছে BJP। বহু জেতা আসনে হারতে হয়েছে তাঁদের। মেদিনীপুর কেন্দ্রে যেমন গতবার দিলীপ ঘোষ গতবার জয়ী হয়েছিলেন। তা সত্ত্বেও এবার তাঁর কেন্দ্র বদল করে বর্ধমান দুর্গাপুর থেকে দাঁড় করানো হয়। তৃণমূলের কীর্তি আজাদের কাছে পরাজিত হয়েছেন তিনি। অন্যদিকে মেদিনীপুর কেন্দ্রেও পরাজিত হন পদ্ম প্রার্থী অগ্নিমিত্রা পাল।

পরাজয়ের পর দিলীপ ঘোষ দলের অন্দরেই কাঠিবাজির অভিযোগ আনেন। তা নিয়ে সেই সময় জোর চর্চা হয়েছিল। জানা যাচ্ছে, ইতিমধ্যেই রাজ্য BJP-র তরফ থেকে এই পরাজয়ের মূল্যায়ন শুরু হয়েছে। কয়েকজন নেতা নাকি প্রকাশ্যেই শুভেন্দুর বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁদের অভিযোগ, রাজ্যের বিরোধী দলনেতার সিদ্ধান্তের কারণেই বহু আসনে গেরুয়া শিবির পরাজিত হয়েছেন। এখনও অবধি BJP-র শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হননি নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

এদিকে এবারের লোকসভা ভোটে বাংলার বুকে আশানুরূপ ফল করতে পারেনি BJP। গতবার ১৮টি আসনে জয়ী হলেও এবার মাত্র ১২টি আসনে পদ্ম ফুটেছে। ৪ জুন ফলাফল প্রকাশের পর পদ্ম শিবিরের সকল জয়ী প্রার্থীকে দিল্লিতে ডাকা হয়েছিল। তবে সেক্ষেত্রে শুভেন্দুকে দেখা যায়নি। দেখতে দেখতে প্রায় তিন সপ্তাহ হতে চলল ২০২৪ লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই গঠিত হয়েছে মোদী ৩.০ সরকার। দিল্লির বুকে এত কিছু হয়ে গেলেও একবারও সেখানে যাননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

তবে এবার শোনা যাচ্ছে, দিল্লি রওনা দিতে পারেন তিনি। শোনা যাচ্ছে, রবিবার দিল্লি যেতে পারেন তিনি। আজ রাত ৯টা থেকে সাড়ে ৯টার দিক করে রাজধানীর উদ্দেশে রওনা দিতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা। যদিও ঠিক কী কারণে তিনি দিল্লি যাচ্ছেন সেটা এখনও পরিষ্কার নয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।