'দেউলিয়া' হয়ে গিয়েছে, ৬ লক্ষ সরকারি পদ 'অবলুপ্ত' করেছে' বিস্ফোরক শুভেন্দু

ডিএ আন্দোলনকারীদের মঞ্চে বিরোধী দলনেতা। এদিন শুভেন্দু অধিকারী ডিএ আন্দোলনকারীদের মঞ্চে উঠে শাসকদলকে কটাক্ষ করলেন। তিনি বলেন, ‘ওদের সময় ঘনিয়ে এসেছে, তাই মাইকের আওয়াজটা বাড়িয়ে দিয়েছে। পথই পথ দেখাবে।’

/ Updated: Mar 30 2023, 08:17 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ডিএ আন্দোলনকারীদের মঞ্চে বিরোধী দলনেতা। এদিন শুভেন্দু অধিকারী ডিএ আন্দোলনকারীদের মঞ্চে উঠে শাসকদলকে কটাক্ষ করলেন। তিনি বলেন, 'ওদের সময় ঘনিয়ে এসেছে, তাই মাইকের আওয়াজটা বাড়িয়ে দিয়েছে। পথই পথ দেখাবে। তাই আপনারা পথ ছাড়বেন না। আন্দোলন চালিয়ে যান। শুভেন্দুর অভিযোগ, রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের পরামর্শে প্রায় ৬ লক্ষ সরকারি পদ 'অবলুপ্ত' করে দেওয়া হয়েছে। প্রশাসনিক কাজ সামলাতে ৬০ হাজার পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছে বলে দাবি করেন তিনি। এই সমস্ত অস্থায়ী পদে তৃণমূলের লোকজনকে বসানো হয়েছে। সিভিকদের দিয়ে রাজ্য চলছে এখন। সরকার যদি বলে ডিএ দেওয়ার মতো পয়সা নেই, তবে বলুন পয়সা জোগানোর দায়িত্ব আমাদের নয়।' রাজ্য সরকার 'দেউলিয়া' হয়ে গিয়েছে বলেও কটাক্ষ করেন তিনি।