গুজরাটের ব্রিজ দুর্ঘটনায় বিজেপিকে নিশানা তাপস রায়ের, টালা ব্রিজের উদাহরণ টেনে তোপ
গুজরাটের মোরবি ব্রিজ দুর্ঘটনায় বিজেপিকে টার্গেট করলেন তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায়। তিনি বললেন বিজেপির কাছে মানুষের নিরাপত্তা বড় নয়।
'বিজেপির কাছে মানুষের নিরাপত্তা বড় প্রশ্ন নয়। ওদের কাছে বড় হচ্ছে নির্বাচন।' গুজরাটের মোরবি ব্রিজ নিয়ে বিজেপিকে নিশানা করেলন তৃণমূল কংগ্রেসের নেতা তাপস রায়। তিনি অভিযোগ করেন,ভালো করে স্বাস্থ পরীক্ষা না করে, কতটা লোর্ড নিতে পারবে না দেখে, বিশেষজ্ঞ দের সাথে পরামর্শ না করে, শুধুমাত্র ভোটের কথা মাথায় রেখে, হাত তালি কুড়াবার জন্যে, সাত তাড়াতাড়ি তড়িঘড়ি করে ব্রিজটা খুলে দিলো। গুজরাট ব্রিজ দুঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন তাপস রায়।
কথা প্রসঙ্গে তাপস রায় টালা ব্রিজের উদাহরণ তুলে আনেন। তিনি বলেন, 'আমরা মহালয়ে ব্রিজ উদ্ধোধন করেছিলাম। কিন্তু তারপর ধীরে ধীরে পদক্ষেপ করা হয়েছে।