- Home
- West Bengal
- Kolkata
- বাংলার এই সরকারি কর্মীদের ডিউটির সময় বাড়ছে? ঘোষণা করতে পারে নবান্ন! কাদের জন্য খারাপ খবর?
বাংলার এই সরকারি কর্মীদের ডিউটির সময় বাড়ছে? ঘোষণা করতে পারে নবান্ন! কাদের জন্য খারাপ খবর?
কয়েক হাজার সরকারি কর্মীর (Government Employees) ডিউটির সময় বাড়তে চলেছে। ২ ঘন্টা বেড়ে যাবে বলে জানানো হচ্ছে। সূত্রের খবর, নবান্ন এই মর্মেই বিজ্ঞপ্তি জারি করতে পারে। কাদের জন্য আসতে চলেছে খারাপ খবর?

বাইরে ছিল অসহ্য গরম! মে মাসের তাপপ্রবাহে কার্যত জ্বলেপুড়ে খাক হয়ে ছিল রাজ্যবাসী।
দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলার তাপমাত্রা ৪০-এর ওপরে ছুঁয়ে ফেলে।
প্রখর রোদে কার্যত বাইরে বেরনো দায় হয়েছিল!
সেদিকে নজর রেখে কয়েক হাজার সরকারি কর্মীর (Government Employees) ডিউটির সময় কমিয়ে দিয়েছিল নবান্ন।
তাঁরা ৬ ঘণ্টা করে ডিউটি করবেন বলে জানানো হয়।
দিন প্রতি ২ ঘন্টা সময় কমানোর ঘোষণা করে নবান্নের।
সরকারি চাকরি মানেই শুধু অফিসে বসে কাজ নয়। এমন বহু বিভাগ রয়েছে যেখানকার কর্মীদের ‘ফিল্ড ওয়ার্ড’ করতে হয়।
শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময়ই রাস্তায় নেমে কাজ করেন তাঁরা। উদাহরণ হিসেবে ট্রাফিক পুলিশের কথা বলা যায়। এবার তাপমাত্রা বাড়তেই তাঁদের ডিউটির সময় ২ ঘণ্টা করে কমানো হয়।
তবে এখন দক্ষিণবঙ্গে বর্ষার ঘনঘটা। বাইরে তাপমাত্রাও কিছুটা নিয়ন্ত্রণে।
সেক্ষেত্রে যে ডিউটির সময় কমানো হয়েছিল, তা হয়ত বাড়িয়ে দেওয়া হতে পারে। তবে সর্বশেষ সিদ্ধান্ত নেবে নবান্ন। সেক্ষেত্রে নয়া নোটিশ জারি হতে পারে।

