বঙ্গে এলেন নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোস, গার্ড অফ অনার দিল রাজ্য সরকার

সপরিবারে পশ্চিমবঙ্গে পা রাখলেন নব নিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস, সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁর গাড়ি প্রবেশ করে রাজভবনের ফটকে। বুধবার স্থায়ী রাজ্যপাল হিসাবে শপথ নেবেন সিভি আনন্দ বোস

 

/ Updated: Nov 22 2022, 01:38 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সপরিবারে পশ্চিমবঙ্গে পা রাখলেন নব নিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস।  মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কলকাতা বিমানবন্দরে রাজ্যপালের বিমান অবতরণ করে। বিমানবন্দর থেকে গাড়িতে রওনা হন তিনি। সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁর গাড়ি প্রবেশ করে রাজভবনের ফটকে।

২২ নভেম্বর সকালে কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, শশী পাঁজা, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্যের ডিজিপি এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বিমানবন্দরেই নতুন রাজ্যপালকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয়, তাঁকে সম্মান জানিয়ে উত্তরীয় অর্পণ করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

২৩ নভেম্বর বুধবার পশ্চিমবঙ্গের নতুন এবং স্থায়ী রাজ্যপাল হিসাবে শপথ নেবেন সিভি আনন্দ বোস। নিয়ম মেনে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।