- Home
- West Bengal
- Kolkata
- SSC New Recruitment: এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিতেও জট, এখনও অনিশ্চয়তায় চাকরি প্রার্থীদের ভবিষ্যত
SSC New Recruitment: এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিতেও জট, এখনও অনিশ্চয়তায় চাকরি প্রার্থীদের ভবিষ্যত
SSC New Recruitment Update: কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি মামলায় কেটে গিয়েছে সব জট। সেপ্টেম্বরের শুরুতেই হতে পারে নতুন করে এসএসসি পরীক্ষা। কিন্তু তাতেও আপত্তি চাকরিহারাদের। কেন? জানুন বিশদে। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

চাকরি বাতিল মামলায় নতুন জট
হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অ-শিক্ষক কর্মীদের চাকরি চলে গিয়েছে। আদালত এসএসসি-কে ক্লিনচিট দিয়েছে। তারপরও রয়ে গিয়েছে বেশ কিছু জট। যা নিয়ে শুরু হয়েছে নতুন করে তরজা।
এসএসসি-র বিজ্ঞপ্তিকে সমর্থন আদালতের
জানা গিয়েছে, কয়েকটি বিষয় নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। প্রথমত, চিহ্নিত অযোগ্য বাদে বাকিদের বয়সে ছাড় দেওয়া নিয়ে আপত্তি ছিল চাকরিপ্রার্থীদের একাংশের। দ্বিতীয়ত, শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার কথা বলা আছে রুলে। সেটা নিয়েও আপত্তি ওঠে। যদিও এসএসসির দেওয়া চাকরির বিজ্ঞপ্তিকে মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্ট।
বাতিল করে দেওয়া হয়েছে চিহ্নিত অযোগ্যদের সুযোগ
এদিকে কলকাতা হাইকোর্টের রায়ে নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন চিহ্নিত অযোগ্যরা। নতুন করে নিয়োগের জন্য এসএসসি-র যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেখানে যোগ্যতা, বয়স, আবেদনের নিয়ম সহ সবটাই উল্লেখ করা আছে। সেই বিজ্ঞপ্তিতে যোগ্য বা অযোগ্যদের কথা উল্লেখ করা নেই বলে জানা গিয়েছে।
সুযোগ পাবেন অযোগ্যরাও?
এই বিষয়ে চিহ্নিত অযোগ্যরা সুযোগ তো পাবেনই, সেই সঙ্গে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য ১০ নম্বর গ্রেসও পেয়ে যাবেন। সেই মামলায় রাজ্য ও এসএসসি অযোগ্যদের পাশে দাঁড়িয়ে সওয়াল করলেও হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় দুর্নীতি করে যাদের চাকরি হয়েছে, তাদের নিয়োগে সুযোগ দেওয়া যায় না।
এসএসসি-র নম্বর নিয়ে জট
হাইকোর্ট জানিয়ে দিয়েছে, ২০২৫-এর রুল অনুযায়ীই পরীক্ষা দেবেন চাকরিপ্রার্থীরা। আর সেই রুলে বলা আছে, শিক্ষাগত যোগ্যতা হল স্নাতকে ৫০ ন্যুনতম শতাংশ। অর্থাৎ ৫০ শতাংশ না পেলে পরীক্ষা বসতে পারবেন না প্রার্থীরা। কিন্তু যারা ২০১৬-র রুল অনুযায়ী পরীক্ষা দিয়ে ৪৬ বা ৪৭ শতাংশ নম্বর পেয়ে চাকরিতে যোগ দিয়েছিল তাঁদের ক্ষেত্রে একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
চাকরি প্রার্থীদের বিএড ডিগ্রি নিয়ে সংশয়
জানা গিয়েছে, ২০২৫ সালের এসএসসি-র নয়া রুলে বলা আছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন থেকে অনুমোদনপ্রাপ্ত কোনও প্রতিষ্ঠান থেকে বি এড কোর্স করতে হবে। এদিকে ২০১৬ সালে চাকরি পাওয়া অনেকেই রিহ্যাবিলেশন কাউন্সিল অব ইন্ডিয়া থেকে স্পেশাল বিএড করেছিলেন। এসএসসি-র নতুন বিজ্ঞপ্তিতে তাদের পরীক্ষায় বসার কথা উল্লেখ নেই। সে ক্ষেত্রে কী হবে, যোগ্য হিসেবে আদৌ তাঁরা বিবেচিত হবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এসএসসি-র দাবি
যদিও এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের দাবি, কারা যোগ্য তা রাজ্যই বেছে নেবে। নয়া এই বিজ্ঞপ্তিতে নতুন-পুরনো সকলকেই চাকরির পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হবে।

