দু'দফায় সিবিআই-এর জিজ্ঞাসাবাদের পর তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিনার পার্কের জোড়া ফ্ল্যাটে ইডির হানা
দু'দফায় সিবিআই-এর জিজ্ঞাসাবাদের পর, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, যুব তৃণমূল নেতা, কুন্তল ঘোষের বাড়িতে এবার ইডির হানা। চিনার পার্কের কাছে অভিজাত আবাসনে ২টি ফ্ল্যাটে ইডির হানা। আজ সকালে, ইডির ১০-১২ জন আধিকারিকের একটি টিম তল্লাশি অভিযান চালায়।
দু'দফায় সিবিআই-এর জিজ্ঞাসাবাদের পর, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, যুব তৃণমূল নেতা, কুন্তল ঘোষের বাড়িতে এবার ইডির হানা। চিনার পার্কের কাছে অভিজাত আবাসনে ২টি ফ্ল্যাটে ইডির হানা। আজ সকালে, ইডির ১০-১২ জন আধিকারিকের একটি টিম তল্লাশি অভিযান চালায়। সম্প্রতি, কুন্তলের বিরুদ্ধে সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ তোলেন মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডল। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কুন্তল ঘোষকে বুধ ও বৃহস্পতিবার দু'দফায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।