'বন্দুক-পিস্তল-তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল' বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের

'বন্দুক-পিস্তল নিয়ে রামনবমীর মিছিল' বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হাতে তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল। ফল ওয়ালার দোকান-গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। উগ্রভাবে জোরে ডিজে বক্স বাজিয়ে রামনবমীর মিছিল।’

/ Updated: Mar 31 2023, 09:33 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'বন্দুক-পিস্তল নিয়ে রামনবমীর মিছিল' বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'হাতে তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল। ফল ওয়ালার দোকান-গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। উগ্রভাবে জোরে ডিজে বক্স বাজিয়ে রামনবমীর মিছিল। ভগবান রামকে স্মরণ করার এ কোন প্রথা? বিজেপি রাজ্যটাকে পৈতৃক সম্পত্তি ভেবে ফেলেছে। ধর্মের নামে যারা গুন্ডামি-মস্তানি করে তারা ধর্মপ্রাণ মানুষ নয়। নির্লজ্জ ভাবে বাংলার শান্ত পরিবেশকে নষ্ট করছে এরা। রামনবমীর নামে উশৃংখলতা ও নৈরাজ্য সৃষ্টি করছে। এদের সকলকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হবে।'