ডিএ ধর্নামঞ্চের ১০০ মিটার দূরেই টিএমসিপি-র সভা মঞ্চ, কি আশঙ্কার কথা ভাবছেন আন্দোলনকারীরা?
বকেয়া ডিএ আদায়ে অভিনব অনশন কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চ'র। শহিদ মিনার চত্বরে ডিএ ধর্নামঞ্চের ১০০ মিটার দূরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার মঞ্চ। অশান্তি এড়াতে ডিএ মঞ্চ ও টিএমসিপি-র সভাস্থলের মাঝে করা হয়েছে বাঁশ আর টিনের ব্যারিকেড।
বকেয়া ডিএ আদায়ে অভিনব অনশন কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চ'র। শহিদ মিনার চত্বরে ডিএ ধর্নামঞ্চের ১০০ মিটার দূরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার মঞ্চ। অশান্তি এড়াতে ডিএ মঞ্চ ও টিএমসিপি-র সভাস্থলের মাঝে করা হয়েছে বাঁশ আর টিনের ব্যারিকেড। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ডিএ মঞ্চের দিকে কেউ ঢুকতে পারবেন না। ডিএ আন্দোলনকারীদের দাবি, 'তারা সভা করতে এসেছেন যুদ্ধ নয়। তাদের হাতে কোন অস্ত্র নেই আছে কলম।'