মোহনবাগানের চিংড়ি, ইস্টবেঙ্গলের ইলিশ-মাছ নিয়ে বলতে এলে করে দেব পালিশ- পরেশ রাওয়ালকে কটাক্ষ তৃণমূলের
রীতিমত ব্যঙ্গ করে কবিতা বানিয়ে পরেশ রাওয়ালকে বিঁধেছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন মোহনবাগানের চিংড়ি আর ইস্টবেঙ্গলের ইলিশ/ মাছ নিয়ে বলতে এলে করে দেব পালিশ।
মোহনবাগানের চিংড়ি, ইস্টবেঙ্গলের ইলিশ-মাছ নিয়ে বলতে এলে করে দেব পালিশ- পরেশ রাওয়ালকে কটাক্ষ তৃণমূলের। কুণাল ঘোষ এদিন আরও বলেন এটাই বিজেপির সংস্কৃতি। তৃণমূল এই মানসিকতাকেই বহিরাগত বলে ব্যাখ্যা করে। তাঁর কটাক্ষ বাঙালির আবেগে আঘাত করেছেন পরেশ রাওয়াল তথা বিজেপি। এই মানসিকতা নিয়ে বাংলা জয় করতে চান তাঁরা। এবার কী বলবেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা, প্রশ্ন তাঁর।