আজ মরশুমের শীতলতম দিন কলকাতায়, আগামী ৫ দিন ঠান্ডা থাকবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের

আপাতত এমনই ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এর থেকে বেশি শীত পড়বে না। তবে সোমবার থেকে দার্জিলিংএর বৃষ্টি হতে পারে।

 

/ Updated: Dec 17 2022, 11:05 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এই মরশুমের শীতলতম দিন আজ। শনিবার অর্থাৎ ১৭ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনে আরও জাঁকিয়ে শীত পড়বে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রির আশেপাশে। দিনভর মিঠেকড়া রোদ আর সঙ্গে উত্তুরে হিমেল হাওয়া। যা শীত প্রিয় বাঙালিদের অত্যান্ত প্রিয়। সপ্তাহের শেষ দিনও এমনই শীতল আবহাওয়া থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে। আগামিকাল অর্থাৎ রবিবার দিনের তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশে। রাতের তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রির কাছাকাছি।